ফের নয়া ছুটি ঘোষণা! বন্ধ থাকবে গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, খুশিতে আত্মহারা বঙ্গবাসী

বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজ্যে ছুটি (Holiday) ঘোষণা। পুজোর আগে মাসে একাধিক ছুটি পেয়েছে সরকারি কর্মীরা। এবার আরও একটা গোটা দিন ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার (State Government)। তবে কি কারণবশত, কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হচ্ছে? জানুন বিস্তারিত।

রাজ্যের স্কুলে আবার ছুটির বিজ্ঞপ্তি (Holiday Announcement) প্রকাশিত হলো। এর জেরে রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এই বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে। যদিও নবান্নের তরফে এর আগেই এই বিষয়ে একটি প্রস্তাব দাখিল করা হয়েছিল। আগেই এই ছুটির কথা জানানো হয়ে। তবে এবার এই ছুটির প্রসঙ্গে সম্মতি জানাল রাজ্য সরকার।

প্রসঙ্গত, গত ১১ ই সেপ্টেম্বর নবান্নের এক বৈঠকে করম পূজা উৎসবের কারণে ছুটির প্রস্তাব দেওয়া হয়। আগামী ২৫ শে সেপ্টেম্বর সেই পূজো রয়েছে। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর মারফত গত ২০২২ সালের ২১ শে অক্টোবর তারিখেই এ বছরের অর্থাৎ ২০২৩ সালের জন্য সারা বছরব্যাপী সমস্ত ছুটির একটি তালিকা প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: বিচারপতির এক রায়েই ঘুরলো খেলা! নিয়োগ দুর্নীতিতে অভিষেক মামলায় বিরাট নির্দেশ হাই কোর্টের

যদিও সেই তালিকা অনুযায়ী তখন এই ছুটিটিকে অন্তর্ভুক্ত করা হয়নি। করম পূজার দিন স্কুল-কলেজ ও অফিস, কাছারি গুলি সেদিন পূর্ণ দিবস বন্ধ না রেখে হাফ ছুটি দেওয়া হবে এমন জানা গিয়েছিল। তবে সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে করম পূজা উপলক্ষে আগামী ২৫ শে সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু সরকারি অফিস বন্ধ থাকতে চলেছে।

mamata nabanna

যদিও সকলে এই ছুটি পাবেন না। রাজ্য সরকার তরফে জানানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র যেমন দমকল বিভাগ, পুলিশ প্রশাসন বিভাগ, হাসপাতাল ইত্যাদি এই সকল ক্ষেত্রে এই ছুটির কোনও প্রভাব পড়বে না। অর্থাৎ এসব সাধারণ দিনের মতোই চলবে। তবে রাজ্যের স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সাধারণ অফিস কাছারি গুলি ছুটির আওতায় পড়ে। তাই এগুলি বন্ধ থাকবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর