‘মোদী না থাকলে হিন্দুরা বিপদে পড়বে, ওঁর আমলেই উন্নয়ন হয়েছে’, মুসলিম ব্যক্তির ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্ক: দেশের বিরোধীরা যখন হিন্দুত্ব ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করছেন, ঠিক তখনই অন্য সুর গাইলেন এক মুসলিম (Muslim) সম্প্রদায়ের ব্যক্তি। দিল্লির রাজপথে ইন্ডিয়া বনাম এনডিএ জোট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে বেরিয়ে পড়েছিল বাংলা হান্ট।

সেই সময় বাংলা হান্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি বলেন, ‘মোদীজি-যোগীজি চলে গেলে দেশের হিন্দুরা বিপদে পড়বেন। সব হিন্দু-মুসলমান ভাই-বোনেদের বলব কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হোন। যার ঘর ছিল না ঘর হয়েছে, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ এসেছে। মুসলিম সমাজ এই আমলেই অনেক লাভবান হয়েছে। তাই পদ্মফুলেই ভোট দিতে হবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ওই ব্যক্তি বলছেন, ‘বিরোধীদের কাছে কোনও ইস্যু নেই। তাই হিন্দু-মুসলিম নিয়ে ভাগাভাগি করছে। কখনও পাটনায়, আবার কখনও ব্যাঙ্গালুরুতে মিটিং করছেন। দেশ নিয়ে যদি কেউ ভেবে থাকেন, তাহলে তিনি একজনই, নরেন্দ্র মোদী। দেশ সঠিক পথে হাঁটছে সেটা তাঁর জন্যই।’ তিনি আরও বলেন, ‘৭৫ বছর ধরে করা পাপের এখন সাজা পাচ্ছে বিরোধীরা।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘মোদী জি বলেছেন, যুদ্ধ নয়। ভালোবাসা দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ দ্রব্যমূল্য বৃদ্ধি (Price Rise) ইস্যু নিয়েও বিরোধীদের একহাত নিয়েছেন তিনি। ওই ব্যক্তি বলেন, ‘প্রত্যেকের আয় বেড়েছে। গরিব বলতে এখন ভারতে তেমন আর কাউকে দেখা যায় না। এখন সবার হাতে হাতে আইফোন। এখন সবাই খুশি। এমন প্রধানমন্ত্রী এর আগে ভারতে দেখা যায়নি। মুসলিম সমাজকে কংগ্রেস শিক্ষার আড়ালে রেখে দিয়েছে।’

সেই সময়ই পাশে থাকা এক ব্যক্তি কার্যত কটাক্ষের সুরেই বলেন, ‘কংগ্রেস (Congress) ৭৫ বছরের অনেক কিছু দিয়েছে। কংগ্রেস ভ্রষ্টাচার দিয়েছে, পাথরবাজ দিয়েছে। জনতা জেগে উঠেছে। আর কংগ্রেসকে মানুষ স্বীকার করবে না।’ উল্লেখ্য, মোদী সরকারের আমলে হিন্দু-মুসলিম নিয়ে বারবার বিভিন্ন অভিযোগ করেছে বিরোধীরা। কিন্তু দিল্লির দরবারে সাধারণ মানুষ হিন্দু-মুসলিম ইস্যু নিয়ে পাল্টা কংগ্রেসকেই দায়ী করলেন।

Monojit

সম্পর্কিত খবর