‘সনাতনের বিরুদ্ধে বলার জন্য একটা বাচ্চাকে অকারণে …!’ উদয়নিধির পাশে দাঁড়ালেন কমল হাসান

বাংলা হান্ট ডেস্ক : সনাতন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর চাপের মুখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। বড় পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টও। সূত্রের খবর, গতকালই ডিএমকে নেতাকে নোটিশ ধরিয়েছে শীর্ষ আদালত। উদয়নিধি ছাড়াও, আরও ১৪ জনকে এই মামলায় নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে এবার মুখ খুললেন সুপারস্টার কমল হাসান।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘সনাতন ধর্ম নির্মূল’ করার মন্তব্যের জন্য, উদয়নিধির বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আর এবার এই বিষয়ে বড় বয়ান দিলেন দক্ষিণী তারকা কমল হাসান। অভিনেতার কথায়, সনাতন ধর্ম বিতর্কে একটি শিশুকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা পেরিয়ারের কাছ থেকে সনাতন সম্পর্কে জানতে পেরেছি।’

 কমল হাসান বলেন, ‘শুধু সনাতনের কথা বলায় তাকে অকারণে টার্গেট করা হচ্ছে। তার পূর্বপুরুষরাও সনাতন নিয়ে কথা বলেছেন। পেরিয়ারই আমাদের সনাতন সম্পর্কে বলেছিলেন।’ অভিনেতার কথায়, পেরিয়ার একসময় মন্দিরে পূজা করতেন এবং কপালে তিলকও লাগাতেন। শোনা যায়, পেরিয়ার একটা সময় বারাণসীতে থাকতেন এবং সেখানে পুজো করতেন। তবে পরবর্তীতে এইসব বাদ দিয়ে মানুষের সেবায় ব্রতী হন তিনি।

আরও পড়ুন : কোয়েল-মিমিও ফেইল! ‘কুইন অফ বেঙ্গল’ পুরস্কার পেলেন এই টলি অভিনেত্রী

এমনকি জীবনের শেষ দিন অবধি তিনি বলে গেছিলেন যে, ডিএমকে বা অন্য কোনও রাজনৈতিক দল পেরিয়ারকে তাদের নিজেদের বলে দাবি করতে না পারে। যদিও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বক্তব্য তার ধারেকাছেও যায়না। যে কারণে উদয়নিধির পাশাপাশি কমল হাসানকে নিয়েও এবার বিরূপ মন্তব্য করছেন নেটিজনরা।

আরও পড়ুন : ‘এক্কা দোক্কা’ শেষ হতে না হতেই নতুন সিরিয়ালে সোনামণি! মুখ খুললেন অভিনেত্রী

udhayanidhi stalin with kamal haasan 833

উল্লেখ্য, এইদিন এক সভায় উপস্থিত হয়ে সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলেন উদয়নিধি। এমনকি তিনি সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া বলে কটাক্ষ করেছিলেন। স্ট্যালিনের কথায়, কিছু জিনিসের বিরোধিতা করা যায় না তবে তা দূর করতে হবে। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না কিন্তু এগুলোকে নির্মূল করতে হবে, একইভাবে সনাতনকে নির্মূল করতে হবে। তার কথায়, সনাতন ধর্ম নাকি সামাজিক ন্যায়বিচার ও সমতার বিরুদ্ধে। তারপর থেকেই গোটা দেশ এখন ক্রোধে ফুঁসছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর