বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা করা থাকলে রোগীকে নিয়ে যে কোনও হাসপাতালে গেলে আগামী দিনে সম্পূর্ণ নগদহীন বা ক্যাশলেস উপায়ে চিকিৎসা করানো সম্ভব হবে। কেন্দ্রীয় সরকার এবার এই ধরনের পরিকল্পনাই করছে। বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে, কোভিডের পর দেশে স্বাস্থ্য বিমার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
ধীরে ধীরে স্বাস্থ্য বিমার গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশে। ভারতে বর্তমানে প্রায় ৪০ কোটি মানুষের স্বাস্থ্য বিমা রয়েছে। তবে স্বাস্থ্য বিমা করানো থাকলেও একটি বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হন অনেক রোগীর পরিবার। ক্যাশলেস চিকিৎসার সুবিধা নেই বহু হাসপাতালে। দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা এখন পরিকল্পনা করছে, ভারতের যে কোনও প্রান্তের হাসপাতালে যাতে ক্যাশলেস চিকিৎসা নিশ্চিত করা যায়।
আরোও পড়ুন : শ্বশুরের প্রেমে হাবুডুবু, অবশেষে বিদেশ থেকে ফিরতেই হাত ধরে পালালো বৌমা! তোলপাড় সালারে
বিমা নিয়ন্ত্রক IRDAI (Insurance Regulatory and Development Authority of India) এই লক্ষ্যে নিয়ন্ত্রক হাসপাতালগুলির কমন এমপ্যানেলমেন্ট প্রক্রিয়া এবং ১০০ শতাংশ ক্যাশলেস কমিটিকে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে। কীভাবে গোটা দেশে ১০০ শতাংশ ক্যাশলেস পরিষেবা দেওয়া হয় সেই বিষয়ে এই কমিটি ব্যাখ্যা দেবে। একটি পরিসংখ্যান বলছে গোটা দেশে মাত্র ৪৯ শতাংশ হাসপাতালে রয়েছে ক্যাশলেস বিমা পরিষেবা।
আরোও পড়ুন : একের পর এক ভাঙা হচ্ছে দোকান! নয়া লাইন চালু করতে কড়া পদক্ষেপ রেলের
এই হাসপাতালের সংখ্যা প্রায় ২৫ হাজার। মনে করা হচ্ছে গোটা দেশেই যদি নগদহীন বা ক্যাশলেস স্বাস্থ্য বিমা চালু করা যায়, তাহলে আরো জনপ্রিয়তা লাভ করবে স্বাস্থ্য বিমা। ক্যাশলেস স্বাস্থ্য বিমা কী? স্বাস্থ্য বিমার নিষ্পত্তি সাধারণত দুটি উপায়ে হয়ে থাকে। কিছু হাসপাতাল রয়েছে যারা ক্যাশলেস বিমা পরিষেবা দিয়ে থাকে। এই হাসপাতালে রোগী গেলে চিকিৎসার খরচ হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি বিমা কোম্পানির থেকে আদায় করে।
কিন্তু যেখানে এই ধরনের ক্যাশলেস পরিষেবা উপলব্ধ নয়, সেখানে আগে রোগীকে নিজে থেকে হাসপাতালের খরচ মেটাতে হয়। পরে প্রয়োজনীয় নথি জমা দিতে হয় বিমা কোম্পানির কাছে। এরপর বিমা কোম্পানির পক্ষ থেকে চিকিৎসার খরচ দেওয়া হয় রোগীকে। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক সময় বিমা কোম্পানির সাথে এই নিয়ে নানান ধরনের সমস্যা হয় রোগীর। আবার অনেক সময় বিমা করানো থাকলেও, নগদের অভাবে রোগী হাসপাতালে ভর্তি হতে পারেন না।