আমাদের আটকানোর জন্য নোংরা খেলা খেলছে BCCI! বিশ্বকাপের আগে অভিযোগ পাকিস্তানের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) এশিয়া কাপের (2023 Asia Cup) পর আপাতত বিশ্রামে রয়েছে। সেপ্টেম্বরের ২৯ তারিখে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে। তার আগে সংযুক্ত আরব আমিরশাহী-তে গোটা দল একত্রিত হয়ে তারপর ভারতের মাটিতে বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিসিসিআই (BCCI) ও পিসিবির (PCB) মধ্যে আলোচনার পর তেমনই ব্যবস্থা হয়েছিল।

কিন্তু সেই পরিকল্পনা এখন একটি বাধা দেখা যাচ্ছে। কারণ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকটি দল ভিসা পেয়ে গেলেও পাকিস্তান ক্রিকেট দলের ভিসার আবেদন কিছু টেকনিক্যাল কারণে এখনও মঞ্জুর করা হয়নি। এক সপ্তাহ আগে আবেদন করলেও এখনো এই সমস্যাটি মেটেনি। তাই শোনা যাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট দলের দুবাই সফর করে তারপর ভারতে আসার যে পরিকল্পনা ছিল, সেই প্ল্যানে কিছু পরিবর্তন হতে চলেছে।

india vs pakistan

বাবর আজমরা হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচটি খেলবে এবং সেই ম্যাচটি আয়োজিত হবে রুদ্ধদ্বারে। কারণ হায়দরাবাদ পুলিশ একটি অনুশীলন ম্যাচের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা ওই বিশেষ দিনে করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। পিসিবির ভেতর থেকেই নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন যে বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলকে ইচ্ছা করে এমন পরিস্থিতির মুখোমুখি ফেলা হচ্ছে যাতে তাদের ফোকাস নষ্ট হয়।

প্রাথমিকভাবে আইসিসির কাছে পাকিস্তান বা ভারতের মাটিতে বিশ্বকাপের কোনও ম্যাচ না খেলে অন্য কোনও নিরপেক্ষ ভেন‍্যুতে তাদের ম্যাচগুলি আয়োজনের আবেদন জানিয়েছিল। এই বিষয়ে বাংলাদেশ তাদের প্রথম পছন্দ ছিল। কিন্তু তাদের সেই আবেদনকে আইসিসি কোন গুরুত্ব দেয়নি। ফলে শেষপর্যন্ত ক্রিকেট দলকে ভারতের মাটিতে আসার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

আরও পড়ুন: ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বিশ্বকাপের আগে মারাত্মক সত্যি বলে BCCI-এর মন জেতেন লোকেশ রাহুল

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে পেছনে ফেলে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে শামি, সূর্যকুমার, শুভমানদের অসাধারণ পারফরম্যান্স ভারতকে বিশ্বকাপের আগে আইসিসি ক্ষমতা তালিকায় শীর্ষস্থানে থাকা ওডিআই দলে পরিণত করেছে। পাকিস্তানকে এই খেতাব পুনরুদ্ধার করতে হলে ভারতের মাটিতে অভূতপূর্ব কিছু পারফরম‍্যান্স করে দেখাতে হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর