রিচার্জ করুন ৯৯ টাকার আর পেয়ে যান দুর্দান্ত সুবিধা! নয়া অফার নিয়ে হাজির Airtel

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিওর আগমনের পর বদলে গেছে দেশের টেলিকম মানচিত্র। বহু কোম্পানি বাধ্য হয়েছে নিজেদের পরিষেবা বন্ধ করতে, আবার বহু কোম্পানি লোকসানের ভার কমাতে অন্য টেলিকম কোম্পানির সাথে মার্জ হয়েছে। রিলায়েন্স জিও সস্তায় ডেটা অফার করে নিজেদের সাথে যুক্ত করেছে দেশের অধিকাংশ টেলিকম ব্যবহারকারীকে।

বর্তমানে রিলায়েন্স জিও দেশের বৃহত্তম টেলিকম অপারেটর। তবে রিলায়েন্স জিওর পরই আসে এয়ারটেলের নাম। গ্রাহক সংখ্যার নিরিখে airtel ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর। গ্রাহকদের খুশি করতে এয়ারটেলের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে দুর্দান্ত রিচার্জ অফার নিয়ে আসা হয়।

আরোও পড়ুন : লক্ষ্য দেশসেবা! হেলায় ছেড়েছেন NASA’র চাকরি, UPSC পরীক্ষায় বাজিমাত অনুকৃতি শর্মার

এয়ারটেলের একাধিক মাসিক, ত্রৈমাশিক ও বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। এরই মধ্যে কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি অতিরিক্ত ডেটা অফার করে গ্রাহকদের। অর্থাৎ আপনার দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলে এই রিচার্জগুলির মাধ্যমে আপনি উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এয়ারটেলের এমনই একটি ৯৯ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে।

আরোও পড়ুন : PhonePe, Gpay-র দিন শেষ! এবার নয়া ফিচার আনছেন ইলন মাস্ক, ঘোষণা ‘X’ CEO-র

এতদিন পর্যন্ত ৯৯ টাকা রিচার্জে গ্রাহকরা ১ দিনের ভ্যালিডিটি পেতেন। ৯৯ টাকা রিচার্জে গ্রাহকদের দেওয়া হত মোট ৩০ জিবি ডেটা। তবে সম্প্রতি এয়ারটেল তাদের ৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কিছুটা বদল করেছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, এখন থেকে ৯৯ টাকা রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ২ দিনের ভ্যালিডিটি।

airtel

পাশাপাশি গ্রাহকদের এবার থেকে দেওয়া হবে ৪০ জিবির ডেটা। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ২০ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ নতুন এই সংশোধনীর ফলে গ্রাহকরা ৯৯ টাকা রিচার্জে অতিরিক্ত ১০ জিবি ডেটা ও একদিনের অতিরিক্ত ভ্যালিডিটি উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে লাভ হবে গ্রাহকদেরই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর