বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে গত কিছুদিন ধরে দামাল বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। সকাল থেকে রাত, দক্ষিণবঙ্গেও ঝেঁপে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী সপ্তাহে সোমবার থেকে কলকাতার আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টি দানবের রূপ ধারণ করেছে। ঝড়বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। গোটা দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রেহাই পাবেনা উত্তরবঙ্গ। আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই আপাতত বেশ কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আজ তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: পুজোর আগেই DA নিয়ে বিরাট সুখবর! খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা
গোটা উত্তরবঙ্গ জুড়েই আজ বৃষ্টি চলবে। সকাল থেকেই চারিদিক অন্ধকার। দুর্যোগপূর্ণ আবহাওয়া। আপাতত বেশ কিছুদিন পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আরও ২-৩ দিন উত্তরে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এই জেলা গুলিতে।
আরও পড়ুন: মাধ্যমিকের আগেই বিরাট ঘোষণা! বড় পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ
আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কালও জারি থাকবে হলুদ সতর্কতা। তাপমাত্রাও কিছুটা কম থাকবে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’