DA আন্দোলনের মাঝেই সুখবর! বাড়ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দিন ধরে ডিএ (DA) ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে চলছে মামলা। কবে সেই সমস্যার নিস্পত্তি হবে জানা নেই। পুজোর আগে তাদের বকেয়া ডিএ যাতে মিটিয়ে দেওয়া হয় এমনটাই দাবি রাজ্য সরকারি কর্মীদের। যদিও সরকার এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employee’s) জন্য বিরাট সুখবর। ফের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়াতে চলেছে মোদী সরকার (Central Government)। সূত্রের খবর এমনটাই। আর তা হলে পুজোর আগেই সুখবর।

জানা গিয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে চলতি জুলাইয়ে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, একবার জানুয়ারি ও একবার জুলাই, বছরে এই দুবার, ডিএ-র হার সংশোধন করে সরকার। তবে সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরের প্রথম দিকে ফের বাড়তে পারে ডিএ।

আরও পড়ুন: ইডেন গার্ডেন্সের কাছ থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জাল নোট! টাকা অঙ্ক জেনে ভিরমি খাচ্ছে কলকাতা পুলিশ

Government employees will get big gifts this month

সূত্রের খবর, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথা রেখে শীঘ্রই কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানিয়ে রাখি, শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত CPI-IW সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গণনা করা হয়।

গত জানুয়ারি মাসে ডিএ বেড়ে হয়েছিল ৪২ শতাংশ। ১২ মাসে গড় CPI-IW ছিল ৩৮২.৩২। এই ইনডেক্স অনুযায়ী ফের কোনও কর্মীর ডিএ বাড়লে তার পরিমাণ হবে ৪৬.২৪ শতাংশ। পুজোর আগেই এই খুশির খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সম্ভাবনা এমনটাই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর