বাংলা হান্ট ডেস্ক : কোভিডের পর একটা লম্বা সময় পর্যন্ত হল বিমুখ ছিলেন দর্শকরা। বাড়িতে বসে OTT প্লাটফর্মের দৌলতে নানা দেশের নানা ধরণের কন্টেন্টের স্বাদ পেয়ে গেছে দর্শকমহল। যে কারণে হলের দিকে পা বাড়ানো প্রায় ভুলেই গেছিল মানুষ। এমন পরিস্থিতিতে যে ছবিটি দর্শকদের হলমুখী করেছিল তা হল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। নামমাত্র টাকায় তৈরি এই ছবির কালেকশন ছিল প্রায় ৩০০ কোটি।
এইদিন গলাট্টা প্লাসের সাথে এক সাক্ষাৎকারে বসে বিবেক অগ্নিহোত্রী জানান, ‘দ্য কাশ্মীর ফাইলস’ রিলিজ হওয়ার পর অনেকেই নাকি তাকে ছবির দ্বিতীয় সিক্যুয়েল বানানোর পরামর্শ দিয়েছেন। এমনকি এই ছবির জন্য নাকি ৩০০ কোটি পর্যন্ত টাকার অফার পেয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত তিনি কোনোকিছুই চূড়ান্ত করেননি।
এই প্রসঙ্গে বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘আমি ওই ফাঁদে পড়তে চাই না। কাশ্মীর ফাইলসের পর প্রায় প্রত্যেক প্রযোজক সংস্থার তরফে আমায় ২০০-৩০০ কোটি টাকা দিতে রাজি ছিল। এমনকি একাধিক তারকারা আমায় ফোন করে জানিয়েছেন যে তাঁরা দ্য দিল্লি ফাইলস বা দ্য কাশ্মীর ফাইলস ২ হলে সেখানে অভিনয় করতে চান।’
আরও পড়ুন : ‘পারছিনা, অসহায় লাগছে’, সন্তানকে হারিয়ে শোকে কাতর মোনালি ঠাকুর
এখানেই থেমে থাকেননি তিনি। পরিচালকের আরও সংযোজন, ‘আমি চাইলে টাকা কামানোর আশায় এই ছবিটা করতেই পারতাম, কিন্তু সেটা না করে একটা অল্প টাকার ছবি বানাই। গত ৫০ দিন ঘুমাইনি, সমানে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। পল্লবী আর আমি সমানেই দৌড়ে যাচ্ছি। আমরা যতটা যা আয় করেছি এই দ্য ভ্যাকসিন ওয়ার ছবিতে বিনিয়োগ করেছি। এটা না চললে আমি আবার আগের জায়গায় ফিরে যাব।’
আরও পড়ুন : ‘প্রতিশ্রুতি দিয়েছিলে…!’, দুমাসের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে শোকাতুর কিকু শারদা
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কথা বললে ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের ছবি ফুটে উঠেছে এই ছবিতে। ইতিহাস ঘাঁটলেই দেখতে পাবেন, অত্যাচার সহ্য করতে না পেরে দলে দলে কাশ্মীরি পণ্ডিত নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশীর মত তারকারা। বক্স অফিসেও ধামাকা করেছিল এই ছবি।