বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শিল্প আনতে বিদেশ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ সফর সেরে শনিবার রাতেই দেশে ফিরেছেন মমতা। তবে কলকাতার মাটিতে পা রাখতে না রাখতেই বিপদ। রবিবার বিকেলে হঠাৎ এসএসকেএম (SSKM) হাসপাতালে ছুটলেন তৃণমূল সুপ্রিমো। পরে জানা যায় পায়ের চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছেন মাননীয়া।
এসএসকেএম সূত্রে জানা যায়, রবিবার প্রায় ৩ ঘণ্টা ধরে হাসপাতালে একের পর এক পরীক্ষা হয় মমতার। হয়েছে এমআরআইও। বাঁ পায়ে চোট (Left Leg Injury) রয়েছে মুখ্যমন্ত্রীর। সব বিবেচনা করে আপাতত ১০ দিন বিশ্রামে (Rest) থাকার পরামর্শ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে পরে চিকিৎসাকেরা সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেখানে জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কবলে মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি৷
আরও পড়ুন: ‘শোভনের ৭০ পেরিয়ে গেলেও আমরা…’, সম্পর্ক নিয়ে খোলামেলা বৈশাখী
এরপর চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। কথা মতো তাই হয়ে। বাড়ি থেকেই চলে ফিজিওথেরাপি। ছোটোখাটো একটা সার্জারিও হয়। তবে এরপরই বিশ্রাম ভুলে কাজে নামেন মমতা। তবে তিনি চোট ভুললেও, চোট তাকে ভোলেনি।
ওদিকে সম্প্রতি স্পেন সফরে (Spain) গিয়েও সেই বাঁ পায়েই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ১২ দিনের বিদেশ সফর ভালোমতো সেরে এসে এসএসকেএম হাসপাতালে যান মমতা। সেখানেই চিকিৎসকেরা টানা ৩ ঘন্টা পরীক্ষা করে আপাতত ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন তাকে।