বাংলাহান্ট ডেস্ক : প্রায় প্রতিদিন ওঠানামা করে পেট্রোল-ডিজেলের দাম। পুজোর আগে রাজ্যের ২০টি জেলায় দাম বৃদ্ধি পেল জ্বালানির। আজ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দার্জিলিং, কোচবিহারে।
পাশাপাশি খানিকটা হলেও জ্বালানির দাম কমেছে বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দক্ষিণ ২৪ পরগনায়। ১০৬.৮২ টাকা লিটারে আজ পেট্রোল বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে, ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৪৯ টাকা। বাঁকুড়ায় আজ প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.২৩ ও ৯২.৯৬ টাকা।
আরোও পড়ুন : পুজোর আগেই শুরু হচ্ছে Great Indian Festival Sale! দেখুন, amazon’এ কোন ব্র্যান্ডে কত ছাড়
লিটার প্রতি যথাক্রমে ১০৬.৪৩ টাকা ও ৯৩.১৪ টাকায় পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে বীরভূমে। কোচবিহারে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৭.২৯ টাকা ও ডিজেলের দাম ৯৩.৯৩ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.৩০ এবং ১০৬.০৫ টাকা ও ডিজেলের দাম যথাক্রমে ৯৩.০১ এবং ৯২.৭৮ টাকা।
আজ দার্জিলিংয়ে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৮৮ টাকা ও ৯২.৬২ টাকা। লিটার প্রতি ১০৬.৫৮ টাকা ও ৯৩.২৮ টকায় পেট্রোল ও ডিজেল বিকোচ্ছে হুগলিতে। জলপাইগুড়িতে এক লিটার পেট্রোলের দাম ১০৬.২৪ টাকা ও ডিজেলের দাম ৯২.৯৬ টাকা। মালদা জেলায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.০৪ টাকা ও ৯২.৭৭ টাকা।
প্রতি লিটার ১০৭ টাকা ও ৯৩.৬৩ টাকায় পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে ঝারগ্রামে। তবে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে কলকাতায়। ১০৬.০৩ টাকা ও ৯২.৭৬ টাকা লিটার হিসেবে কলকাতায় বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। আজ কালিম্পঙে ১০৬.৮৭, হাওড়ায় ১০৬.৪২, মুর্শিদাবাদে ১০৭.২৩ টাকা দাম উঠে গিয়েছে পেট্রোলের।
আরোও পড়ুন : আর খারাপ হবে না রাস্তা, বাড়বে আয়ু! রাজ্য সরকারের এই উদ্যোগে হবে সমস্যার সমাধান
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১০৬.৭০ এবং ১০৬.০৩, নদীয়ায় ১০৭.২৫, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ১০৬.১৯ ও ১০৬.৯৪, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ১০৬.৭৪ এবং ১০৫.৮৬ এবং পুরুলিয়ায় ১০৭.২১ টাকায় বিক্রি হচ্ছে প্রতি লিটার পেট্রোল। পেট্রোলের এই মূল্যবৃদ্ধির জেরে যারা নিয়মিত বাইক বা গাড়িতে যাতায়াত করেন তাদের মাথায় হাত পরে গিয়েছে।
কালিম্পঙে ৯৩.৪০, হাওড়ায় ৯৩.১৩, মুর্শিদাবাদে ৯৩.৮৮, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯৩.৩৮ এবং ৯২.৭৬, নদীয়ায় ৯৩.৯০, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে ৯২.৮৮ এবং ৯৩.৫৭, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৯৩.৪৩ এবং ৯২.৬১, এবং পুরুলিয়ায় ৯৩.৮৭ টাকা লিটারে বিক্রি হচ্ছে ডিজেল। এদিকে, ডিজেলের দাম বাড়ায় রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে আমজনতাকে।