রেশন প্রাপ্তদের স্লিপ নিয়ে নয়া পদক্ষেপ! প্রকাশ্যে এল বড়সড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : এবার রেশনের (Ration) স্লিপকে কেন্দ্র করে কি নতুনভাবে সংঘর্ষে জড়াতে চলেছে কেন্দ্র ও রাজ্য? কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে বাংলার রেশন গ্রাহকদের স্লিপে গরিব কল্যাণ যোজনার নাম এবং লোগো ব্যবহার ব্যবহার করতে হবে। সূত্রের খবর, ব্যাপারটি নিয়ে প্রশাসনিকভাবে তৎপরতাও তুঙ্গে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে।

অপরদিকে বিষয়টি নিয়ে কেন্দ্রকে পাল্টা প্রস্তাব দিয়েছে রাজ্য। সেই প্রস্তাবে রাজ্য বলেছে রেশন স্লিপে ‘খাদ্যসাথী’ এবং রাজ্য সরকারের নিজস্ব লোগো ব্যবহারের কথা। অনেকের ধারণা রেশন স্লিপে কার ‘অধিকার’ থাকবে তাই নিয়েও একবার সংঘাতে জড়াতে পারে কেন্দ্র ও রাজ্য। বর্তমানে রেশন গ্রাহকরা বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন PMGKY প্রকল্পের আওতায়।

আরোও পড়ুন : পুজোয় উত্তরবঙ্গ যাওয়া হবে আরও সহজ, মিলবে কনফার্ম সিট! নয়া ট্রেনের ঘোষণা রেলের

কেন্দ্র চাইছে সেই কথা স্লিপে উল্লেখ করতে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে এটি শুরুও হয়েছে। কিন্তু অন্যদিকে রাজ্যের বক্তব্য, কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্য রেশন দেওয়া হলেও তার পরিবহন, ডিস্ট্রিবিউশন ও ডিলারদের যাবতীয় খরচা বহন করে রাজ্য সরকার। সেক্ষেত্রে স্লিপে উল্লেখ করতে হবে রাজ্যের কথাও। রাজ্য চাইছে একই সাথে স্লিপে বিশ্ব বাংলা লোগো ব্যবহার করতে।

ration

কেন্দ্রের ভর্তুকীর প্রসঙ্গ যদি রেশন স্লিপে উল্লেখ করা হয় তাহলে তার সাথে উল্লেখ করতে হবে রাজ্যের অবদান এবং বিশ্ব বাংলার লোগো, ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দপ্তর এই বিষয়টি দিল্লিকে প্রস্তাব আকারে পাঠিয়েছে। তবে রেশন স্লিপে কার অবদানের কথা উল্লেখ থাকবে সেই নিয়ে আবার কোনও জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর