‘শুভেন্দুর মনোস্কামনা পূর্ণ হোক’, বিরোধী দলনেতার হয়ে মা ভবতারিণীর কাছে প্রার্থনা দেবাংশুর! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূলের আইটি ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেই প্রিজন ভ্যানে উঠতে চাইছেন! আজ আশ্বিন মাসের দ্বিতীয় মঙ্গলবার; আজকের দিনে লোকটা মুখ ফুটে কিছু চেয়েছে… হে ভবতারিণী, মাস আট-নয়েক পর ওঁর এই মনোবাঞ্ছা আনুষ্ঠানিকভাবে পূরণ কোরো মা গো!’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে আচমকাই শুভেন্দু অধিকারী ২২ জন বিজেপি বিধায়ককে (BJP MLA) সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে যান। রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিবের কাছে চিঠি এবং প্রস্তাব দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেয় পুলিশ। কার্যত ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে। ঢুকতে না পেরে স্বাস্থ্যভবনের গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। গেট ধরে টানাটানিও করেন। সেই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন। শুভেন্দুদের দাবি ছিল, রাজ্যে কেন এত ডেঙ্গি বাড়ছে, প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, সেটাই জানতে চেয়েছিলেন তাঁরা।

বাধা পাওয়ার পর গেটের সামনেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। তারপরেই তাঁরা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন। শুভেন্দু এই নিয়ে বলেন, ‘শুনলাম আমাদের তুলে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে। তাই আমরাই ভ্যানে উঠে পড়লাম। দেশের বাকি সব রাজ্য ডেঙ্গি সংক্রান্ত রিপোর্ট জমা দিলেও পশ্চিমবঙ্গ তথ্য লুকোচ্ছে। সেই তথ্য জানতেই স্বাস্থ্য ভবনে এসেছিলাম।’

 

আর এই প্রিজন ভ্যানে ওঠা নিয়েই কার্যত কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বাংলা হান্ট-কে তিনি এই নিয়ে বলেন, ‘আট-নয় মাস পর কেন্দ্রে ইন্ডিয়া জোটের (India Alliance) সরকার ক্ষমতায় আসবে। তখন কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ তদন্ত করবে। আসল তথ্য বেরিয়ে আসবে।’ এরপর দেবাংশুকে প্রশ্ন করা হয়, তাহলে কি এটা রাজনৈতিক প্রতিহিংসার হুঁশিয়ারি নয়? তৃণমূলের আইটি ইনচার্জ বলেন, ‘একদমই নয়। যে লোকটা সারদা-নারদার তদন্ত থেকে বাঁচতে বিজেপির পায়ে পড়েছিল, সেই বিজেপি ক্ষমতায় না থাকলে আসল সত্যি তো বেরিয়ে আসবেই।’


Monojit

সম্পর্কিত খবর