বিশ্বকাপের আগে ভারতের দুটি বড় সমস্যার সমাধান করলেন রোহিত! নিলেন বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে খুব ভালো ছন্দে রয়েছে। এশিয়া কাপ জয় এবং তারপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে শিবিরে। সবচেয়ে ভালো কথা হল যে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের ওপর নির্ভর করে নয়, ভারত শেষ এক মাস ধরে একটা দল হিসেবে ভালো ক্রিকেট খেলছে। রোহিত শর্মাদের (Rohit Sharma) এমন পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে বিসিসিআইকে (BCCI)।

ভারতের ব্যাটিং যে ভারতের মূল শক্তি সেটা সকলেই জানেন। কিন্তু কোন ব‍্যাটার ভারতীয় ব্যাটিংকে আসন্ন বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সে নিয়ে অনেকের প্রশ্ন ছিল। বিশ্বকাপে নামার আগে সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়ে দিচ্ছেন যে নির্দিষ্ট কোন ব্যাটারের ওপরও সম্পূর্ণরূপে নির্ভর করে তার ওপর চাপ বাড়াতে চান না তারা।

rohit kohli team india aus

রোহিত শর্মা বলেছেন, “দলের মধ্যে কে শতরান করে ম্যাচ জিতালো সেটা গুরুত্বপূর্ণ নয়। আসল লক্ষ্য হলো প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করতে করতে বিশ্বকাপ জেতা। আমাদের একমাত্র লক্ষ্য ওই ট্রফিটা হাতে তোলা। সকলে মিলে একজোট হয়ে আমরা সেই কাজটা করার চেষ্টা করব এবং নির্দিষ্ট কারোর ওপর বাড়তি চাপ থাকবে না।”

আরও পড়ুন: আশা ছিল না তাদের নিয়ে, কিন্তু এই ৩ তারকাই রোহিতকে বিশ্বকাপ জিতিয়ে হাসি ফোটাবে BCCI-এর মুখে!

এরপর ভারতের স্পিন বোলিং সংক্রান্ত কিছু প্রশ্ন ও ছিল সমর্থকদের মনে। ভারতের মাটিতে বিশ্বকাপ চলার সময় শিশির যাতে ম্যাচে কোনও প্রভাব না ফেলতে পারে সেই জন্য পিচে অতিরিক্ত ঘাস রাখার পরামর্শ দিয়েছে আইসিসি। এর ফলে টসে জেতা দলের ম্যাচে বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা চলে যাবে। তুল্য মূল্য লড়াই হবে কিন্তু স্পিনাররা কিছুটা বেকায়দায় পড়বে। এই অবস্থায় রোহিত শর্মারা কি শুধু জাদেজা ও কুলদীপ জুটিকে নিয়েই এগিয়ে যেতে চান? নাকি রবি অশ্বিনও তাদের পরিকল্পনার অংশ হিসেবে থাকছেন?

আরও পড়ুন: রোহিত শর্মা, বিরাট কোহলিকে ইতিহাস গড়া থেকে আটকে দিল BCCI! নেওয়া হলো এই বড় সিদ্ধান্ত

এই প্রশ্নের জবাবে রোহিত জানিয়েছেন যে অশ্বিনের অভিজ্ঞতা এবং দক্ষতা কোনওটাকেই তারা অবজ্ঞা করতে চান না। সেই জন্যই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাকে ডাকা হয়েছে। যদি তাকে দলে নেওয়ার কোনরকম সুযোগ হয় তাহলে সেটা রোহিত শর্মারা কাজে লাগাতে চান বলে জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু সরাসরি তাকে স্কোয়ার্ডেশন করা হবে কিনা বিশ্বকাপের আগে সেই প্রশ্নের কোন জবাব দেওয়া হয়নি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর