বাংলা হান্ট ডেস্ক: বর্ষা যেন পিছু ছাড়ার নাম নিচ্ছেনা। বেশ কিছুদিন রাজ্যে জাঁকিয়ে বসেছে বর্ষা। গোটা বঙ্গেই দফায় দফায় বৃষ্টি চলেছে। যদিও গতকাল থেকে আবহাওয়ার বদল এসেছে। বৃষ্টি কমে ক্রমেই বাড়ছে তেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুদিন বৃষ্টির পরিমান কিছুটা কম থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজকের মতো বৃহস্পতিবারও বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে কাল আরও কমবে বৃষ্টি। বাড়বে তাপমাত্রা। বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ সেপ্টেম্বর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। জমিয়ে বৃষ্টি চলবে উইকএন্ডে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে অধিক আর্দ্রতার চাপে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের দাপিয়ে বৃষ্টি হবে। তবে শুক্রবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: গ্ৰুপ-D চাকরিপ্রার্থীদের মিছিলে শুভেন্দুর পাশে কৌস্তভ! জল্পনাই সত্যি হল? মুখ খুললেন দুই নেতা
আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামীকালও সামান্যই হবে বৃষ্টি। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের আবহাওয়ার বিরাট বদল আসতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘রক্ষাকবচ নেই, সব ভুয়ো, ED চাইলে গ্রেফতার করতেই পারে’, অভিষেক প্রসঙ্গে বিস্ফোরক বিকাশরঞ্জন
আজ ও কাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া এখন উত্তরবঙ্গের কোথাও তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। দুদিন সামান্য বাড়বে তাপমাত্রা।