বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কানাডা প্রসঙ্গ সেই বৈঠকে উঠল না। আর তাতেই মাথায় বাজ পড়ল ট্রুডোর।
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) নিজ্জার হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে উত্থাপনের জন্য আমেরিকার (America) কাছে আবেদন করেছিলেন। কিন্তু আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, জয়শঙ্কর এবং অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে ভারত-কানাডা (Canada) বিরোধ নিয়ে কোনও কথা হয়নি।
তাহলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? জানা গিয়েছে, ওই বৈঠকে জি-২০ সম্মেলন নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকের নির্যাস সম্পর্কে দুই দেশের বিদেশমন্ত্রীর (Foreign Minister) কথা হয়েছে। পাশাপাশি ভারত এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তৈরি করা ইকোনমিক করিডোরের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।
সংবাদমাধ্যমকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘জি-২০ সম্মেলনে সহযোগিতার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানাই। মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গে উপযুক্ত কথোপকথন হয়েছে। জি-২০ সম্মেলন (G-20 Summit), জাতিসংঘের সাধারণ পরিষদ ছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ যদিও কানাডা ইস্যুতে উভয়ই নীরব ছিলেন।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী একটি প্রেস কনফারেন্সের সময় বলেছিলেন, ‘আমেরিকার কাছে আবেদন করছি ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে যাতে উনি নিজ্জার হত্যার বিষয়টি উত্থাপন করেন।’ কিন্তু বাস্তবে তা হল না। দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে নিজ্জার প্রসঙ্গ উঠলই না। যা কানাডার কাছে এক বড় ধাক্কা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
উল্লেখ্য, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পিছনে ভারত দায়ী বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ভারত (India) এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এই নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে।