বাংলা হান্ট ডেস্কঃ পুজোর ঢাকে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) আর মাত্র ২০ দিন বাকি। বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারিদিকে সাজো-সাজো রব। গোটা বছর ধরে বাঙালিরা সকলে এই সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকেন ছুটির সময় পরিবারের সাথে কিছুটা সময় ভালোভাবে কাটানোর জন্য। যাই বলুন, পুজোর ছুটির কিন্তু মজাই আলাদা। এবছর ঠিক কতদিন পুজোর ছুটি পাচ্ছে ছাত্র-ছাত্রীরা? চলুন জেনে নেওয়া যাক।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে সরকারি স্কুলগুলির এই বছরের অফিসিয়াল ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। পুজোর মরসুমে এবছর টানা ২৬ দিন স্কুল বন্ধ থাকবে। এবছর ষষ্ঠী নয় চতুর্থী থেকে শুরু হয়ে যাবে ছুটি।
চতুর্থী পড়েছে ১৮ ই অক্টোবর। সরকারি স্কুল গুলির জন্য ওই দিন থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে। আর পুজোর ছুটি শেষ হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়ার পরের দিন ১৬ ই নভেম্বর পর্যন্ত। আবার মহালয়ার জন্য ১৪ ই অক্টোবর স্কুলে ছুটি থাকবে। তো সবমিলিয়ে ২৬ দিন স্কুল বন্ধ থাকবে।
আরও পড়ুন: সামনেই দিনক্ষণ! কবে বাড়বে DA? পুজোর মরসুমে বিরাট আপডেট
এবছর ১৮ অক্টোবর চতুর্থী থেকে শুরু করে ১৬ই নভেম্বর ভ্রাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত ছুটি পাচ্ছে রাজ্যের স্কুল পড়ুয়ারা। সবমিলিয়ে মোট ২৬ দিন ছুটি পাবে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।
শিক্ষা দপ্তরের অফিসিয়াল ছুটির তালিকার লিংক: https://wbbse.wb.gov.in/ReadWriteData/Notification/133159328407000880.pdf
ওদিকে ১৯ শে নভেম্বর ছট পূজা। সেই উপলক্ষে স্কুল ছুটি থাকে। কিন্তু এবছর ছট পূজা রবিবার পড়েছে। যেদিন এমনিতেই ছুটি থাকে। তবে ছট পূজার জন্য তার পরেরদিন অর্থাৎ ২০ শে নভেম্বর সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি সমস্ত স্কুলগুলি এই ছুটির নির্দেশিকা মেনেই ছুটি দেবে। রাজ্যের প্রাইভেট স্কুল এবং কলেজগুলিতে এর থেকে কিছুদিন কম ছুটি দেওয়া হতে পারে।