বাংলা হান্ট ডেস্কঃ শান্তিপূর্ণ ধর্না হলেও হাইভোল্টেজ বলা যেতেই পারে। কেন্দ্রীয় বঞ্চনায় বিরুদ্ধে এদিন দিল্লির রাজপথে নামে তৃণমূল (Trinamool Congress)। বাংলার পাওনা বকেয়া আদায়ে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মী সহ জব কার্ড হোল্ডাররা। হাজির ছিলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। একদিকে যেখানে বাংলার প্রতিবাদের ঝাঁজ দেখা গেল দিল্লিতে, তেমননি খালি পায়েই রাজঘাট থেকে বেরিয়ে যেতে দেখা গেল পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসুকে (Minister Sujit Bose)।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লিতে (Delhi) আজ ধরনা কর্মসূচি ছিল তৃণমূলের। এদিন সকালে রাজঘাটে গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে হাতে প্লাকার্ড ও কালো ব্যাজ পরে রাজঘাটে অবস্থান শুরু করে তৃণমূল।
ওদিকে ঘাসফুল শিবিরের দাবি, ধরনার পর অভিষেক যখন সাংবাদিক বৈঠক করছিলেন হুইসেল বাজাতে থাকে পুলিশ। তৃণমূল কর্মী-সমর্থকদের লাঠি উঁচিয়েও তাড়া করার অভিযোগ ওঠে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ওপর। সকলকে বেরিয়ে যেতে বলে পুলিশ। বিরাট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মজুত করা হয় রাজঘাটে। সবমিলিয়ে রণক্ষেত্র হয়ে গোটা এলাকা।
আরও পড়ুন: ‘অভিষেক কবে অ্যারেস্ট হবে…’, মুখ ফসকে যা বললেন দিলীপ ঘোষ, তোলপাড় রাজ্য
আর এসবের মধ্যেই জুতো হারালেন দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর অভিযোগ তিনি জুতো খুলে ধর্নাস্থলে ঢুকেছিলেন। বেড়োনোর সময় দেখেন জুতো জোড়া যেখানে খুলেছেন, সেখানে নেই। অনেক খুঁজেও মেলেনি মন্ত্রীর পাদুকা। এরপর ক্ষোভ উগরে সংবাদমাধ্যমের সামনে খালি পায়ে দাঁড়িয়েই তিনি বলেন, ‘‘আমি জুতো খুলে ভিতরে গিয়েছিলাম। এখন দেখছি জুতোটা মিসিং। তবে জুতো হারালেও আমাদের আন্দোলন চলবে।’’
মন্ত্রীর আরও অভিযোগ, ‘‘পুলিশ আমার পায়ে বুট দিয়ে চেপে দিয়েছে।’’ যদিও পরে খালি পায়েই তিনি রাজঘাট থেকে বেরিয়ে যান। ওদিকে তৃণমূলের ডাক্তার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) এই ধর্নায় গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়েছেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, রাজঘাটে তৃণমূলের ধরনা কর্মসূচিতে লিখিত অনুমতি দেয়নি পুলিশ। ঘাসফুল শিবিরের দাবি, এত মানুষ দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই শাহের পুলিশ লিখিত অনুমতি দেয়নি। দিল্লি পুলিশ এবং সিআরপিএফ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে অভিষেক বলেন, দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। পুলিশের হুইসেলের জেরে এদিন রাজঘাটে সাংবাদিক সম্মেলনও শেষ করতে পারেননি অভিষেক। বাধ্য হয়ে বৈঠক বন্ধ রেখেই রাজঘাট থেকে বেরিয়ে যান সকলে।