বাংলা হান্ট ডেস্ক: এখনই কমছে না বৃষ্টির দাপট। আজও রাজ্যের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর (Weather Office) আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি করছে।
পাশাপাশি রয়েছে একটি ঘূর্ণাবর্তও। নিম্নচাপ (Low Pressure) পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ্য অগ্রসর হচ্ছ। হাওয়া অফিস সূত্রে খবর, এই দুয়ের জোড়া ফলায় আপাতত বৃষ্টি (Rain) চলবে। পুজোর আগে বৃষ্টির জেরে নাজেহাল রাজ্যবাসী।
সোমবারের মত আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। ৩ অক্টোবর মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে জারি রয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: ধর্নায় গিয়ে একি কাণ্ড! রাজঘাটে দিল্লি পুলিশের তাড়ায় তৃণমূলের কোন নেতা-মন্ত্রী কী কী হারালেন?
আগামীকালও কলকাতা সহ বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা। আজ থেকে উত্তরবঙ্গে আরও বাড়বে বর্ষণ।
আরও পড়ুন: কয়লা পাচারে মাথা ঘুরে যাওয়া প্রমাণ! হিসাবের ডায়েরি উদ্ধার করল ED, এবার তোলপাড় হবে রাজ্য
ওদিকে ৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।