বাক্য বিভ্রাট! ভুল ইংরেজি লেখা ব্যানার নিয়ে ধর্নায় তৃণমূলের কল্যাণ, তুমুল কটাক্ষ অনুপমের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের ‘বকেয়া’ আদায়ের উদ্দেশ্যেই দিল্লিতে তৃণমূলের দু’দিনের কর্মসূচি শুরু হয়েছে। সোমবার তার সূচনা হিসাবে রাজঘাটে ধর্নায় বসেছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। সেই ধর্নাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সেখানে গিয়ে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে তৃণমূলের তাবড় তাবড় নেতাদেরকেও। সেখানে কারোরও ফোন গিয়েছে চুরি, আবার কারোর জুতো গিয়েছে হারিয়ে।

শুধু তাই নয়, ধর্নায় বসার সময় তাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল, সেটির বিষয়বস্তু নিয়েও হাসির খোরাক হতে হয়েছে বিরোধী দলের সামনে। বিষয়টা তাহলে একটু খোলসা করেই বলা যাক। ধর্না মঞ্চে দেখা গিয়েছে তৃণমূলের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে আর সেই প্ল্যাকার্ডের লেখাটি শাসক দলের বক্তব্যের সাথে একেবারেই মেলে না। বলা ভালো, বাক্যটিতে ব্যাকরণগত কিছু ভুল আছে।

আরোও পড়ুন : মেয়ে যদি কোনও ক্রিকেটারকে ডেট করতে চায় তাহলে? প্রশ্ন শুনে থমকে গিয়ে সৌরভ যা বললেন…

এদিকে, বিষয়টি সামনে আসতেই বিজেপি নেতা অনুপম হাজরা শাসক দলের সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি। #TMCThieves_in_Delhi নামের সেই ফেসবুক পোস্টেই তিনি লেখেন, তৃণমূল আসলে বলতে চেয়েছিল “বাংলা বঞ্চিত হয়েছে”…আর ভুল ইংরেজিতে লিখলো “বাংলার সরকার বাংলার মানুষকে বঞ্চিত করেছে” !!! 😅

আরোও পড়ুন : ফের একবার মঙ্গল গ্রহ অভিযানের তোড়জোড় ISRO’র! মঙ্গলযান-২ কী খুঁজবে লাল গ্রহে?

শুধু তাই নয়, পাশাপাশি অনুপম হাজরার আরোও সংযোজন, “আরে দিদি Mamata Banerjee , দিল্লিতে আন্দোলন করতে যাওয়ার জন্য ইংরেজিতে কিছু লেখার আগে আপনাদের “ইংলিশ টিউটর” মিস্টার ডেরেক ওব্রায়েনের সঙ্গে এটলিস্ট একটু আলোচনা করে নেওয়া উচিত ছিলো। যাইহোক ভুল ইংরেজি লিখে অন্তত তৃণমূল এটা স্বীকার করে নিলো যে – বাংলার সরকার কোটি-কোটি বাঙালি কে বঞ্চিত করেছে !! সঠিক ইংরেজি টি হতো “Bengal is deprived of….”

 

এদিকে, ঘাসফুল শিবিরের এই ফেসবুক পোস্টটির পরেই কমেন্ট বক্সে অসংখ্য মন্তব্য আসতে শুরু করেছে। বহু নেটনাগরিকই শাসক দলের একাধিক নেতার ইংরেজি জ্ঞান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, যদিও শাসক দলের সুপ্রিমো স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত বহু ক্ষেত্রেই ভুল শব্দচয়ন করেন। তাই নিয়ে অবশ্য একাধিকবার ট্রোলিং হয়েছে। তবে ভুল উচ্চারণ বা বাক্য নিয়ে চর্চাকে তৃণমূলের থোড়াই কেয়ার।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর