বাংলাহান্ট ডেস্ক : প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই বর্ষীয়ান নেতা আজ সাংবাদিকদের বলেন, “প্রাণে মারার চেষ্টা হয়েছে অভিষেককে। আমি ছিলাম ঘটনাস্থলে। নিজের চোখে দেখেছি আমি। ওর উপর যেভাবে হামলা করা হয়েছে তা লজ্জাজনক। এই বিষয়ে লজ্জা হওয়া উচিত সরকারের।”
প্রসঙ্গত, পুলিশের লিখিত অনুমতি না নিয়েই তৃণমূল কংগ্রেস আজ পৌঁছে যায় রাজঘাটে। রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানেই দু ঘন্টার জন্য অবস্থান-বিক্ষোভে বসা হয়। রাজঘাট থেকে অভিষেকের অভিযোগ, ” মৌখিক অনুমতি দেওয়া সত্ত্বেও পুলিশ ১০মিনিট অন্তর এসে আমাদের বাধা দিয়েছে। আক্রমণ করা হয়েছে আমাদের।”
আরোও পড়ুন : বাক্য বিভ্রাট! ভুল ইংরেজি লেখা ব্যানার নিয়ে ধর্নায় তৃণমূলের কল্যাণ, তুমুল কটাক্ষ অনুপমের
রাজঘাটে তৃণমূলের ধর্না চলার সময় পুলিশের পক্ষ থেকে বারবার জায়গা খালি করে দিতে অনুরোধ করা হয়। মাইকিং করে বলা হয় রাজঘাট থেকে তাদের সরে যেতে। এমনকি পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে তিনি বলেন, “গেট খুলে দিন আপনারা। আসতে দিন মানুষকে। আমরা অসুবিধা সৃষ্টি করছি না।” কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে, লাঠি দেখিয়ে এলাকা খালি করার উদ্যোগ নেওয়া হয়।
#WATCH | Delhi | TMC leader Sudip Bandyopadhyay alleges, "Just now, they tried to attack Abhishek Banerjee…I was there…Shame to this Government, we are surprised."
TMC national general secretary and MP Abhishek Banerjee says, "These people are scared, that is why they are… pic.twitter.com/CrSjHlfjzk
— ANI (@ANI) October 2, 2023
রাজঘাট চত্বরে প্রবল উত্তেজনার সৃষ্টি হলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশকে ‘বর্বর’ বলে আখ্যায়িত করেন। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে অবস্থান সরানোর অনুরোধ জানানো হয়। আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশ বলে, “চলে যেতে হবে এখান থেকে। সাধারণ মানুষ ভেতরে শ্রদ্ধা জানাতে আসতে পারছেন না। আপনারা তো জনপ্রতিনিধি। পথ আটকে এভাবে সাংবাদিক সম্মেলন, অন্য কর্মসূচি করা যাবে না।”