‘হাজিরা দেবেন না, আগে জানাননি কেন?’, অভিষেককে ভর্ৎসনা! ইডিকে বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্ক: হাজিরা এড়াতে আদালতে কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু তাঁর আবেদনের শুনানি হচ্ছে না মঙ্গলবার। জানা গিয়েছে, শুনানি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আদালতের মন্তব্য, মঙ্গলবার যে তিনি ইডি (ED) হাজিরা এড়াবেন, তা আগেই কেন্দ্রীয় সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps & Bounds) সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু তিনি এখন দিল্লিতে কর্মসূচিতে ব্যস্ত। তাই হাজিরা দেবেন না তিনি। এদিকে ইজি হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ব্যাখ্যা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

এর আগে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন যে, ৩ অক্টোবরের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া যাতে কোনওভাবেই ব্যাহত না হয়। অভিষেকের আইনজীবীর তরফে বলা হয়েছে, যে মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই ধরনের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে তাঁর মক্কেল সরাসরিভাবে যুক্ত নন। কিন্তু বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তাতে অভিষেকের অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করা হয়েছে। এমনকী, তাঁর আরও বক্তব্য, তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি।

abhishek lps b

এই অভিযোগ জানিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলা দায়ের হয়। বিচারপতি সেন অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘মক্কেলের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? উনি যে যাবেন না, সেটা ইডিকে জানানো উচিত ছিল।’ এর উত্তরে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে তলব করা হয়। এর আগেও হাজিরা দেওয়া হয়েছে। এমনকী, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরানো হয়েছে।’ এরপর বিচারপতি বলেন, ‘মামলার সব পক্ষকে প্রতিলিপি দিন। বুধবার এই মামলার শুনানি হবে।’

Monojit

সম্পর্কিত খবর