খরচ হয়েছে মাত্র ৪৫ হাজার! Maruti 800-কে Rolls Royce করে তুললেন যুবক, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীর সংখ্যা। একটু সুযোগ পেলেই আমরা চোখ রাখি নেটমাধ্যমের প্ল্যাটফর্মগুলিতে। যেখানে প্রতিনিয়ত ভাইরাল হয়ে যায় বিভিন্ন পোস্ট ছবি এবং ভিডিও। তবে সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সকলের মন।

বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেই রকমই এক ভিডিওর প্রসঙ্গ উপস্থাপিত করব। যেখানে দেখা গিয়েছে, একজন যুবক তাঁর Maruti 800 গাড়িটিকে রীতিমতো Rolls Royce-এ পরিণত করেছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Maruti Suzuki-র অত্যন্ত জনপ্রিয় মডেল হল Maruti 800। একটা সময়ে এই গাড়ির বিশাল ক্রেজ ছিল। Maruti 800 গাড়িটির বুকিং আমাদের দেশে ১৯৮৩ সালের ৯ এপ্রিল শুরু হয়। এই গাড়িটি ক্রেতাদের এতটাই মুগ্ধ করেছিল যে মাত্র ২ মাসে এটির ১.৩৫ লক্ষ গাড়ি বুক করা হয়। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে এই গাড়ির ব্যবহার কমে গেলেও আজও অনেকের কাছে এই গাড়িটি আছে। তবে, এবার Maruti 800-এর ভোল পাল্টেই সবাইকে অবাক করে দিলেন এক যুবক।

আরও পড়ুন: প্রাণ বাঁচাল গণেশের মূর্তি! সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে যাওয়া কিশোর ৩৬ ঘন্টা পর উদ্ধার জীবিত অবস্থায়

মূলত, কেরালার বাসিন্দা হাদিফ নামে একজন যুবক তাঁর ইউটিউব চ্যানেল “ট্রিক্স টিউব”-এ ওই অভিনব গাড়ির বিবরণ শেয়ার করেছেন এবং বিস্তারিত তথ্য জানিয়েছেন। এই মডিফায়েড Maruti 800-টিকে দেখলে আপনিও  অবাক হতে বাধ্য। যেটির বাহ্যিক রূপ হুবহু Rolls Royce-এর মতো লাগছে।

আরও পড়ুন: “১০ অক্টোবরের মধ্যে…’”, কানাডাকে হুঁশিয়ারি ভারতের! ট্রুডোকে কোণঠাসা করতে অ্যাকশন মোদীর

ভিডিওতে দেখা গিয়েছে যে, ওই গাড়ির সামনের অংশে একটি বড় আকারের গ্রিল ইনস্টল করা হয়েছে। যা সেটিকে একটি Rolls Royce-এর লুক প্রদান করেছে। রয়েছে লোগোটিও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গাড়িটিকে এই অভিনব লুক প্রদান করতে খরচ হয়েছে মাত্র ৪৫ হাজার টাকা। এমতাবস্থায়, এহেন ভিডিও সামনে আসার পরেই সেটি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অধিকাংশজনই বিষয়টিকে প্রত্যক্ষ করে অবাক হয়ে গেলেও কিছুজন আবার মজাদার মন্তব্যও করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর