বাংলাহান্ট ডেস্ক : আজ বিশ্ব প্রাণী দিবস। আজকের দিনেই রাহুল গান্ধী (Rahul Gandhi) সবার সাথে পরিচয় করিয়ে দিলেন তাঁর পরিবারের নতুন সদস্যের সাথে। রাহুল গান্ধী কিছুদিনের জন্য গত আগস্ট মাসে গোয়া যান। যাওয়ার সময় একা গেলেও, ফেরার সময় তিনি কিন্তু তাঁর সাথে করে নিয়ে ফেরেন আরো একজনকে।
গোয়া থেকে রাহুল গান্ধী মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) জন্য নিয়ে এসেছেন একটি কুকুর ছানাকে। রাহুল জানিয়েছেন এই কুকুর ছানাটির নাম রাখা হয়েছে নুরি। মাকে উপহার দেওয়ার জন্য ছোট্ট নুরিকে রাহুল গোয়া থেকে উড়িয়ে নিয়ে এসেছেন দিল্লিতে। রাহুলের বক্তব্য, “একটা ছোট্ট সারপ্রাইজ মায়ের জন্য।” নিজের ইউটিউব চ্যানেলে রাহুল গান্ধী আজ একটি ভিডিও সবার সাথে ভাগ করে নিয়েছেন।
আরোও পড়ুন : পুজোর আগে মোদি সরকারের বড় উপহার! ঘরোয়া সিলিন্ডারের দাম আরো কমে হল ৬২৯ টাকা
সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একটি উপহারের বাক্স তুলে দিচ্ছেন সোনিয়া গান্ধীর হাতে। এরপর রাহুল সেই উপহারের বাক্সটি খুলতে বললে প্রথমে কিছুটা অনিচ্ছুক ছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু তারপর ছোট্ট কুকুর ছানাটিকে দেখে মন গলে যায় তাঁর। দেখা যায় সাথে সাথে তিনি ছোট্ট নুরিকে কোলে তুলে নিয়ে আদর করছেন।
আরোও পড়ুন : কবে থেকে বাংলায় ছুটবে এসি লোকাল ট্রেন? রেলের তরফে জানা গেল আসল সত্যি
রাহুল জানিয়েছেন তিনি ছোট্ট এই কুকুর ছানাটিকে দু-তিন ঘণ্টা সফর করে নিয়ে এসেছেন তাঁদের বাড়িতে। জানা গেছে, সাড়ে তিন মাসের এই কুকুর ছানাটিকে রাহুল গান্ধী দত্তক নিয়েছেন উত্তর গোয়ার মাপুসার এক কেনেল থেকে। শর্বানি পিত্রে এবং তাঁর স্বামী স্ট্যানলি ব্রিগাঙ্জা এই কেনেল পরিচালনা করেন।
রাহুলের গোয়া যাওয়ার আগেই তাঁদের কাছে একটি ফোন যায় রাহুল গান্ধীর কার্যালয় থেকে। এই দম্পতির কাছে জানতে চাওয়া হয় যে কেনেলে ‘জ্যাক রাসেল টেরিয়ার’ জাতের কোনও কুকুরছানা আছে কিনা। এরপর গোয়ায় পৌঁছে রাহুল দত্তক নেন এই কুকুরটিকে। অসংখ্য কুকুরের মধ্যে তিনি বেছে নেন সাড়ে তিন মাসের ছোট্ট নুরিকে।