বাংলাহান্ট ডেস্ক : মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভয়াবহ বন্যার মুখোমুখি সিকিম। এই বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। অতিবৃষ্টির ফলে হওয়া এই বন্যায় সন্ধান পাওয়া যাচ্ছে না ৮৪ জনের। এদের মধ্যে রয়েছেন ২২ জন সেনা কর্মী। এখনো পর্যন্ত মাঙ্গান জেলার ডিকচুতে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ১০০ জনেরও বেশি বাসিন্দাকে।
এই বন্যার ফলে সিকিমে বহু বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ভয়াবহ বন্যাকে বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য সিকিমের রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করেছে। সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ পর্যটক আটকে রয়েছেন সিকিমের লাচুং, লাচেনে।
আরোও পড়ুন :
জানা যাচ্ছে ভয়াবহ এই বন্যায় বিভিন্ন স্থানে তিন হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন। ইতিমধ্যে পর্যটকদের উদ্ধারের জন্য চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের ভয়াবহ বন্যা নিয়ে। তবে বিদ্যুত্ সংযোগ না থাকা, যোগাযোগের ক্ষেত্রে সব থেকে বড় অসুবিধে।
Situation in #Sikkim Singtam grim after flash floods due to cloud burst. #sikkimflood
Footage sourced from eyewitness pic.twitter.com/4ogxWtNCh2
— Viral Stringer (@StringerViral) October 4, 2023
ইতিমধ্যেই আটকে পড়া পর্যটকদের জন্য চালু করা হয়েছে হেল্প লাইন নাম্বার। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রীতিমতো উদ্বিগ্ন সিকিমের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে। সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী ৮ই অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে গ্যাংটক , সিংটাম, মঙ্গন, নামচি ও পাইকিং এলাকায়।