বাংলা হান্ট ডেস্ক : প্রতিটি ভারতীয়র কাছেই এক আবেগের নাম হল ‘রামায়ণ-মহাভারত’। সে বইয়ের পাতাতেই হোক কী রূপোলী পর্দায়, রাম-সীতার প্রেম গাঁথা দেখতে কে না ভালোবাসে না। যে কারণে ‘আদিপুরুষ’ রিলিজ হওয়ার আগে এক অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করা গেছিল সমস্ত ভারতীয়র মধ্যে। যদিও ছবি রিলিজের পর সেই সমস্ত উন্মাদনাই মাঠে মারা গেছিল। মূল রামায়ণের গল্পকে বিকৃত করা তো হয়েইছিল, পাশাপাশি ছবির সংলাপ নিয়েও আপত্তি তুলেছিল দর্শকরা।
তবে সেই হতাশা পূরণ করার জন্য এবার মাঠে নেমেছেন নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)। কারণ নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর (Ramayana) মাধ্যমে সেই প্রত্যাশা পূর্ণ হবে বলে এক প্রকার ধরেই নিয়েছেন অনুরাগীরা। সূত্রের খবর, ভারতীয় মহাকাব্য রামায়ণের গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। ছবির খবর যদিও বহু আগেই মিলেছিল, তবে ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছে ছবির কাজ।
এবং এক্ষেত্রে রাম রূপে পরিচালকের প্রথম পছন্দ হচ্ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সীতার চরিত্রে প্রাথমিক ভাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে (Sai Pallavi) ভাবলেও পরে আলিয়াকে (Alia Bhatt) নিয়ে উৎসাহ দেখান নির্মাতারা। মাঝে কয়েকবার আলিয়াকে নীতেশের অফিসে দেখাও গেছিল। যে কারণে অনেকেই ধরে নিয়েছিলেন যে, ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারও একসাথে জুটি বাঁধবেন এই রিয়েল লাইফ কাপল।
যদিও এখন আবার খবর অন্যরকম। শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করবেন সাই পল্লবী।অন্যদিকে রাবণের চরিত্রের জন্য নাকি হ্যাঁ বলেছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশ। এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, ‘আমি খুব সহজ ভাবে এই বিষয়টাকে দেখি। দিনের শেষে আমি নিজেও তো এখনও এক জন দর্শক। দর্শক হিসাবে আমি পর্দায় যা দেখতে পছন্দ করব না, নির্মাতা হিসাবে তেমন ছবি আমি বানাব না। আমার বিশ্বাস, আমি যে ছকে ‘রামায়ণ’কে ভাবি, তা দেখে কেউই রাগ করবেন না।’
নীতেশ তিওয়ারির কথা থেকে একটা জিনিস স্পষ্ট যে, ‘আদিপুরুষ’-এর মতোই একটি ভাগেই হয়ত ‘রামায়ণ’-এর গল্প বলার কাজ সেরে ফেলবেন না। তিনি মোট তিনটি পার্টে রামায়ণ আনতে চলেছেন। পরিচালকের চেষ্টা, প্রতিটি ভারতীয়র কাছে এই মহাকাব্যের গল্প পৌঁছে দেওয়া। আর সেটাও রামায়ণের আসল গল্প। দর্শকদের ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।