বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মাসের শেষের দিকে রাগবি বিশ্বকাপ (Rugby World Cup) এবং এই মুহূর্তে ক্রিকেট বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণ করছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। কিন্তু দুটি টুর্নামেন্টেই সেই দেশের পতাকা প্রদর্শন করা হবে না যদি সেদেশের জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল না করে যে এটিকে অ-মাননীয় ঘোষণা করতে পারে। প্রসঙ্গত ওয়াডার সিদ্ধান্তের ফলাফল দক্ষিণ আফ্রিকার জন্য ১৪ই থেকে অক্টোবর কার্যকর হবে। এই দেশের দুটি দল বর্তমানে নিজ নিজ ক্রীড়ার বিশ্বকাপে খেলছে।
সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট, জাতীয় ডোপিং বিরোধী সংস্থার সিইও খালিদ গ্যালান্ট এই নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি ৫ই অক্টোবর জানিয়েছেন যে তারা সম্ভবত ১৩ অক্টোবরের সময়সীমার মধ্যে খেলাধুলার সালিশি আদালতে বিষয়টির বিরুদ্ধে আপিল করবে। তারা চেষ্টা করতে যাতে নিষেধাজ্ঞাগুলি কার্যকর না হয়। তাদের আপিলের ফলাফল না আসা পর্যন্ত বা দক্ষিণ আফ্রিকা ওয়াডার শর্ত পূরণ না করা পর্যন্ত নিষেধাজ্ঞাগুলি স্থগিত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকাকে বর্তমানে কোনও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করার অনুমতি দেওয়া হবে না যদি এই অ-সম্মতি বজায় থাকে। যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো ২০২৪ সালে প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিকে ওই দেশের খেলার সময়ও তাদের পতাকা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
প্রসঙ্গত ১৪ তারিখের আগে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলবে। তারা নিজেদের বিশ্বকাপের অভিযান শুরু করবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর ১২ তারিখ তারা মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। যদিও অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলকে তারা দেশের মাটিতে ওডিআই সিরিজে দাপট দেখিয়ে হারিয়ে এসেছে। বর্তমানে প্রোটিয়ারা ভালো ছন্দে আছে বলা যায়।
আরও পড়ুন: মন খারাপ বিরাট কোহলির! আর মাত্র ২ দিন, তারপরেই ভাঙবে বিশ্বকাপে গড়া তার সাধের রেকর্ড
২০২১ সালে কার্যকর হওয়া ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির সর্বশেষ আন্তর্জাতিক কোডের সাথে সঙ্গতিপূর্ণভাবে চলে ডোপিং সংক্রান্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় আইনগুলি পরিবর্তন করা হয়নি। ফলে এই নির্দেশ পালনে দেশটির ব্যর্থতার জন্য দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অ-সম্মতিমূলক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওয়াডা।