বাংলাহান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার পদ থেকে সরিয়ে দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েনকাকে। একই সাথে বিচারপতি এই কলেজের আরও এক অধ্যাপককেও অপসারণের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই দুজন আগামী শুক্রবার থেকে ঢুকতে পারবেন না কলেজে।
কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষদের যোগ্যতামান নির্ণয় করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) । সেই নিয়ম অনুযায়ী নিয়োগ করা হয় অধ্যক্ষ, অধ্যাপকদের। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত যোগ্যতা না থাকায় বহিষ্কার করা হল কলকাতার এই আইন কলেজের এক অধ্যক্ষ এবং এক অধ্যাপককে।
আরোও পড়ুন : মোদী-রাহুল না মমতা? সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? চাঞ্চলকর তথ্য উঠে এল সমীক্ষায়
যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুনন্দা এবং ওই কলেজেরই অধ্যাপক অচিনা কুন্ডুকে বৃহস্পতিবার বিচারপতি গাঙ্গুলি সরিয়ে দেন তাঁদের পদ থেকে। আদালত আজ বলেছে , এই দুজনের UGC নির্ধারিত যোগ্যতা নেই। আগামী শুক্রবার থেকে এনারা কলেজে প্রবেশ করতে পারবেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পেশাল অফিসার হিসাবে নিযুক্ত করেছেন আইনজীবী অর্ককুমার নাগকে।
বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ বলেছেন, অপসারিত এই দুজন যদি নিজেদের যোগ্যতার যথেষ্ঠ প্রমাণ আদালতকে দিতে পারেন, তাহলে আদালত এই রায় পুনর্বিবেচনা করে তাঁদের পুনরায় বহাল করবে। আদালত আইনজীবী অর্ককুমার নাগকে নির্দেশ দিয়েছে পুলিশকে সাথে নিয়ে অধ্যক্ষের অফিসে তালা লাগাতে হবে আজই।