মোতায়েন করা হল আরোও বাহিনী! ED আধিকারিকরা খাদ্যমন্ত্রী রথীনে বাড়ি থেকে যা পেলেন….

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে আজ সকাল থেকে শুরু হয় ইডির তল্লাশি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনো অব্দি তল্লাশি চালাচ্ছে খাদ্য মন্ত্রীর বাড়িতে। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে খাদ্য মন্ত্রীর বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন।

ইডি সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর খোঁজ পাওয়া গেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অ্যাকাউন্টের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ব্যাংক কর্তৃপক্ষকে ওই অ্যাকাউন্টের বিস্তারিত জানানোর জন্য নির্দেশ পাঠিয়েছে। অন্যদিকে, খাদ্য মন্ত্রীর বাড়িতে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।

আরোও পড়ুন : বিধ্বংসী বন্যা প্রাণ কাড়ল ১১ জনের, নিখোঁজ ৮৪! সিকিম জুড়ে শুধুই হাহাকার

ইডির অভিযানের খবর পেয়ে খাদ্য মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন কিছু তৃণমূল কর্মী ও অনুগামীরা। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইডি আধিকারিকেরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেড়ানোর পর যান মধ্যমগ্রাম চৌমাথার কাছে আরও একটি ব্যাংকে। খাদ্য মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান শুরুর ১১ ঘণ্টা পর বাড়ির পরিচরিকাকে বেড়ানোর অনুমতি দেন গোয়েন্দারা।

আরোও পড়ুন : সুরাপ্রেমীদের জন্য আনন্দ সংবাদ! মদের দামে বড়সড় পতনের ইঙ্গিত, ঠিক হবে GST কাউন্সিলের বৈঠকে

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে রথীন ঘোষ বলেছেন, “এর আগেও তো ওনারা হানা দিয়েছেন বিভিন্ন জায়গায়। কিন্তু পাওয়া যায়নি কিছু। মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান চলবেই।” সূত্রের খবর, খাদ্য মন্ত্রীর বাড়ি ছাড়াও আজ তল্লাশি চালানো হয়েছে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২ জায়গায়।

rathin ghosh

এমনকি আজ তল্লাশি চালানো হয়েছে রথীন ঘোষের অনুগামীর বাড়িতেও। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশি চালানোর সময় কেন্দ্রীয় গোয়েন্দারা হাতে পান পুর নিয়োগ দুর্নীতি কান্ডের নথি। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন এই ঘটনার তদন্তের। সেই তদন্তের অংশ হিসেবেই আজ তল্লাশি অভিযান চালানো হয় খাদ্য মন্ত্রীর বাড়িতে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর