ম্যাচ হেরেও বিশ্বরেকর্ড ইংল্যান্ডের! স্বপ্নেও এমন কাজ করে দেখাতে পারেনি ভারত বা অস্ট্রেলিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে একপেশে লড়াই হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের (England vs New Zealand) মধ্যে। ২০১৯ ফাইনালের বদলা যেন এই ম্যাচে সুদে-আসলে নিয়ে নিলো কিউয়িরা। ম্যাট হেনরির অসাধারণ বোলিংয়ের পর ডেভন কনওয়ে ও রাঁচিন রবীন্দ্রর জোড়া শতরানে ভর করে দুর্দান্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড।

ravindra conway

এই মুহূর্তে নিউজিল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক টম-লাতাম এই জয়ের পর জানিয়েছেন যে তারা গত বছর থেকেই এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। প্রথমে তাদেরকে ২৮০ রানের করে আটকানোটাই একটা বড় কৃতিত্ব ছিল। দলের প্রত্যেকে নিজেদের কাজটা ঠিকঠাক ভাবে করেছে।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এই হারের পর ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন যে এটা লম্বা টুর্নামেন্ট হলেও শুরুতে এই ধরনের হার মেনে নিতে অত্যন্ত কষ্ট হয়। অতীতে তারাও এমন জয় পেয়েছে বা এমন ভাবে হেরেছে। তবে পরবর্তী ম্যাচ থেকে দলে বেন স্টোকস ফিরলে ইংল্যান্ড আরও কিছুটা শক্তিশালী হতে পারবে বলে ধারণা করছেন অনেকেই।

তবে ম্যাচ হেরে গেলেও একটি বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড। শুধুমাত্র ওডিআই বিশ্বকাপ না বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম্যাটে কোনও দল এমন কীর্তি গড়ে দেখাতে পারেনি। তবে সেই কীর্তিটা অফ ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। ইংল্যান্ডের আজকের ম্যাচ থেকে প্রাপ্তি ওই একটাই।

আরও পড়ুন: “এটাই বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাজ”, BCCI-এর গাফিলতিতে লজ্জায় ভারত! ব্যাঙ্গ পাকিস্তানের

বিশ্ব ক্রিকেটে প্রথম ওডিআই দল হিসেবে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে দলের ১১ জনকেই ব্যাট করার সুযোগ করে দিয়েছে এবং প্রত্যেকেই ১০ রানের অতিক্রম করেছেন। এর থেকেই বোঝা যায় তাদের ব্যাটিং গভীরতা কতটা। কিন্তু আজকে সেই ব্যাটিং গভীরতা কোনো কাজে আসেনি। তবে আজকের ম্যাচের পর যদি কোন প্রতিপক্ষ ইংল্যান্ডকে হালকা ভাবে নেয়, তাহলে তারা ভুল করবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর