তিস্তার জলে ভেসে এসেছিল মর্টার সেল! কুড়ুল দিয়ে চাপ দিতেই মুহূর্তে মৃত্যু ১ শিশুর, আহত একাধিক

বাংলাহান্ট ডেস্ক : উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বানের জলে অনেক অস্ত্র ও গোলাবারুদ ভেসে গেছে। শুধু তাই নয়, নদীর জলে এবার ভেসে এল মর্টার সেল! আর সেই মর্টারই আচমকা তীব্র শব্দে ফেটে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ শিশুর। মৃতের নাম আইনুর আলম (৭)। একই পরিবারের আরও ৫ জন আহত হন।

জখম ব্যক্তিদের সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, ঠিক কী ঘটেছিল ঘটনার দিন ? জানা গিয়েছে, তিস্তা নদীতে কুড়ি কুড়োতে গিয়েছিলেন আইনুরের পরিবারের এক সদস্য। তিনি দেখেন, জলে ভেসে আসছে একটি বাক্স। কিন্তু, মর্টারটি আসল কিনা তা পরীক্ষা করার চেষ্টা করে। সেই সময় মর্টারটির উপর কুড়ুল দিয়ে কোপ দেয় শিশুটি। তখনই বিকট শব্দ করে ফেটে যায় সেটি।

তারপর থেকেই নদীর জলে ভেসে আসা কোনও সামগ্রী যাতে কেউ হাত না দেন, সেকারণে জেলা পরিষদের তরফে প্রচার চালানো হচ্ছে এলাকায়। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, ‘আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।’ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

 

 

 

 

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর