বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার পাকিস্তানের (Pakistan) ডেরা গাজি খানে (Dera Ghazi Khan) একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে। ওখানেই পাক সরকারের পারমাণবিক শক্তি বিভাগ অবস্থিত। ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়। গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
Pakistan ⚡️A powerful explosion occurred in Dera Ghazi Khan, that joins with both Balochistan and KP province.
DGK has an Pak Army Atomic energy complex !
The sound of the explosion was heard up to 30 km away from the blast site.
Alert Sounded ⚠️ https://t.co/GVLeoLiTCx
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 6, 2023
সম্প্রতি দুটি বড় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছেঃ এর মাত্র কয়েকদিন আগে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় কয়েক ঘণ্টার মধ্যে দুটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এই দুটি বিস্ফোরণেই অন্তত ৬৫ জন নিহত হয়। বেলুচিস্তানে ওই সময় একটি মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে। একজন আত্মঘাতী হামলাকারী পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণ ঘটায়। ওখানে ইসলামিক ধর্মাবলম্বীরা নবী মোহাম্মদের জন্মদিন উপলক্ষে একটি মিছিলের জন্য জড়ো হচ্ছিল। এছাড়াও, খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদেও বিস্ফোরণ হয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, পাকিস্তান খোদ ডেরা গাজিতে ইউরেনিয়ামের ভান্ডারও তৈরি করেছে। যেখানে ডেরা গাজি খানে নির্মিত পারমাণবিক কেন্দ্রটি পাকিস্তানের সবচেয়ে বড়। অন্যদিকে, ঘটনার পর এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যাতে দেখা যায় যে ডেরা গাজি খানের যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো ছুটে চলেছে। এছাড়াও রয়েছে অনেক দমকলের ইঞ্জিনও।
এছাড়া বিস্ফোরণের আশপাশের লোকজনকে যত দ্রুত সম্ভব রাস্তা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিওতেও লোকজনকে দৌড়াতে দেখা যায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি বা সংশ্লিষ্ট বিভাগ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই এ বিষয়ে আর কিছু নিশ্চিত করা কঠিন।