বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia)। চেন্নাইয়ে রোহিত শর্মারা (Rohit Sharma) জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে। কিন্তু সেক্ষেত্রে একটা বিশাল বড় বাধা দেখা দিয়েছে। ভারতের মাটিতে খেলার বড় অভিজ্ঞতা রয়েছে অজিদের। আর তাদের বিরুদ্ধে ভারতীয় দল সম্ভবত তারকা ওপেনার শুভমান গিলকে (Shubman Gill) পাবে না। তার জায়গায় সম্ভবত দলে দেখা যাবে ঈশান কিষাণকে (Ishan Kishan)।
ডেঙ্গু সংক্রমণের শিকার হয়েছেন শুভমান। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তার মাঠে নামা অনিশ্চিত। ভারতীয় দলের কাছে এটা একটা বড় ধাক্কা হতে পারে। তবে ঈশান কিষাণও শেষ কয়েক মাস ধরে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাই ভারত যে একেবারে ভেঙে পড়বে এই ঘটনায় এমনটা ভাবার ও কোনও কারণ নেই।
ঈশান গতবছরের শেষের দিকে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেও তাকে ওডিআইতে নিয়মিত জায়গা দেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা নিজে থেকেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি ওপেন করার সুযোগ পান। বাকি ভারতীয় ক্রিকেটাররা সেখানে প্রবল বিপত্তির মুখোমুখি হলেও তিনি তিন ম্যাচের সিরিজের তিনটি ম্যাচেই অর্ধশতরান করেছিলেন। তারপরেও ওপেনিংয়ে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। এশিয়া কাপে তাকে মিডল অর্ডারে খেলানো হয়। সেই ভূমিকাতেও মোটের ওপর সফলই হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: শুভমান গিল কি বিশ্বকাপ থেকে বাদ? বাকি দলগুলিকে চমকে দেওয়া খবর শোনালেন দ্রাবিড়!
কিন্তু এরপরেও মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার দলে ফিরে ছন্দ দেখানোর পর তার ভারতীয় দল থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু মনে হচ্ছে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুভমান গিলের বাদ পড়াটা তার জন্য আশীর্বাদ হতে পারে। ভালো পারফরম্যান্স করার জন্য তিনি মরিয়া হয়ে থাকবেন। কারণ তার মা তার ওপর অতিরিক্ত চাপ বাড়িয়ে দিয়েছেন। তাকে ভারতকে বিশ্বকাপ জেতাতেই হবে এমন অনুরোধ করেছেন ঈশান কিষাণের মা। একটি সাক্ষাৎকারে ব্যাপারটা উল্লেখ করে সেই নিয়ে যে তিনি অতিরিক্ত চাপ অনুভব করছেন সেটা স্বীকার করে নিয়েছেন ঈশান।
আরও পড়ুন:খারাপ খবর শুনেও হাসি কোহলির মুখে! বিশ্বকাপে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলকে
তবে তিনি নিশ্চিতভাবে প্রথম ম্যাচে সুযোগ পাবেন এমনটা বলা যাচ্ছে না। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন শুভমান গিলকে তারা ম্যাচের দিন সকালে শেষবার পরীক্ষা করে দেখবেন। তখনো যদি তারা অনুভব করেন যে তারকা ওপেনার পুরোপুরি সুস্থ নন, তাহলেই সুযোগ পেতে পারেন ঈশান। ফলে এখনই অত্যন্ত আশাবাদী হওয়ার কোন কারণ নেই।