বাংলাহান্ট ডেস্ক : খালিস্তানিদের মিছিলে লন্ডনের (London) রাস্তায় এককভাবে প্রতিরোধ গড়ে তুললেন এক ভারতীয় পড়ুয়া। ‘লন্ডন স্কুল অফ ইকনমিক্স’-এর ভারতীয় পড়ুয়া সত্যম সুরানা বিলেতের রাস্তায় এক অদম্য সাহসিকতার পরিচয় দিলেন। লন্ডনের রাস্তায় জমায়েত করেছিলেন খলিস্তানি বিক্ষোভকারীরা।
তাদের সামনে বিন্দুমাত্র ভয় না পেয়ে সত্যম দুহাত দিয়ে উঁচিয়ে ধরলেন ভারতের জাতীয় পতাকা। এমনকি তার মুখে শোনা গেল ভারতের জয়ধ্বনি। সোশ্যাল মিডিয়ায় এই ভারতীয় পড়ুয়ার কীর্তি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কানাডায় খলিস্তানপন্থী জঙ্গিনেতা হরদীপ সিংহ নিজ্জর খুন হন। এই খুনের পিছনে ভারতকে দায়ী করেছে কানাডা।
আরোও পড়ুন : হলুদ ধাতুর মূল্যে বড়সড় পতন! আজ কত নামল ১০ গ্রাম সোনার দাম? কেনার আগে রেট দেখুন
এই ঘটনার উত্তেজনা ছড়িয়েছে ব্রিটেনের মাটিতেও। এই খুনের প্রতিবাদে শতাধিক শিখ বিক্ষোভকারী সোমবার জড়ো হয়েছিলেন লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে। ঘটনাটিকে ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ভারতীয় হাই কমিশনের সামনে। অভিযোগ ওঠে বিক্ষোভ চলাকালীন ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে দেয় খলিস্তানপন্থী বিক্ষোভকারীরা।
My LSE junior proudly picked up the Indian tricolour outside @HCI_London battling extremism with passion and non violance. pic.twitter.com/pKGK5qOlcI
— Karan Kataria (@karanatLSE) October 4, 2023
সেই সময় উত্তেজিত খালিস্তানীদের সামনেই মাটিতে পড়ে থাকা ভারতের জাতীয় পতাকা হাতে তুলে নেন সত্যম। এক প্রত্যক্ষদর্শী যিনি কিনা সত্যমের কলেজের সিনিয়র এই ঘটনার ভিডিও এক্স প্লাটফর্মে পোস্ট করে লেখেন, “লন্ডন স্কুল অফ ইকনমিক্স’-এ আমার জুনিয়র সত্যম গর্বিতভাবে ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছে লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে। সে চরমপন্থী শক্তির মোকাবিলা করেছে শান্তির পথে।”