এই অজি তারকাই রোহিতদের পথের কাঁটা! না আটকালে হার দিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) প্রথমবারের জন্য মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। চেন্নাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) শেষ তিন বিশ্বকাপ সাক্ষাতে দুইবারই জয় পেয়েছে ভারত। তবে অজিদের হালকা ভাবে নেওয়ার কোন উপায় নেই রোহিত শর্মার (Rohit Sharma)। চলতি বছরেই চেন্নাইয়ের মাটিতে ভারতকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে এদেশে ফিরেছিল অস্ট্রেলিয়া। সেই একই ফলাফলের পুনরাবৃত্তি হোক এটা চাইবে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI)।

চেন্নাইয়ের পিচ বরাবর স্পিন সহায়ক। স্পিনের ফাঁদেই আজ অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলার ছক কষতে পারেন রোহিত। তাই প্রথমে ব্যাটিং করে নেওয়ার সিদ্ধান্তই নিতে পারে টস জয়ী অধিনায়ক। কারণ ম্যাচ যত এগোবে, ততই স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। চেন্নাইয়ের পিচ সবসময় স্পিনারদের সাহায্য করে থাকে। ভারতীয় দল তাই এই ম্যাচটির জন্য হয়তো ৩ স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে দুর্দান্ত ফর্মে থাকলেও বেঞ্চেই বসতে হবে মহম্মদ শামিকে। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং রবি অশ্বিনের ওপর দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়াকে রুখে দেওয়ার। এই ম্যাচে কুলদীপই হয়তো ভারতের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। স্পিনের বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। শ্রেয়স আইয়ার একাদশে সুযোগ পেলে তার ওপর একটা বড় দায়িত্ব থাকবে ভারতীয় ইনিংসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর শুভমান গিল যদি সম্পূর্ণ সুস্থ না থাকেন তাহলে ঈশান কিষাণ তার জায়গায় ওপেন করবেন।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ইতিহাস! ম্যাচ না জিতেও স্বর্ণপদক লাভ ভারতীয় ক্রিকেট দলের

অপরদিকে অস্ট্রেলিয়া দলে প্রধান স্পিনার অ্যাডাম জাম্পা। কিন্তু তার চেয়েও বেশি আজ দলে গুরুত্ব রাখছেন স্পিনার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অতি সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন করেছেন। সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে সিরিজের তিনি বল হাতে নজর কেড়েছিলেন কোহলি, রোহিত শর্মাদের আউট করে। এরপর প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান পেয়েছেন। তার অলরাউন্ড পারফরম‍্যান্স এই ম্যাচে অস্ট্রেলিয়ার জন্য তফাৎ করে দিতে পারে। তার ব্যাটিং এবং বোলিংয়ের সময় বাড়তি সতর্ক থাকতে হবে রোহিতদের।

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল/ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা

সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর