দ্রুত উইকেট পেয়েও প্রবল চাপে রোহিতের ভারত! ৭ ওভার শেষ হতেই মাঠের বাইরে এই ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia) আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলার জন্য একে অপরের মুখোমুখি হয়েছে চেন্নাইয়ে। ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর কিছুদিন আগে ভারতীয় দলের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন বুমরার শিকার হয়ে। কিন্তু তারপরেও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে চাপে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

এই ম্যাচে ভারতীয় দলের দুই প্রধান পেসার সিরাজ এবং বুমরা চাপা বোলিং করেছিলেন। ৬ ওভার শেষ হবার পর মাত্র ১৬ রান তুলতে পেরেছিল ভারত। কিন্তু তারপর বোলিং পরিবর্তন করে হার্দিক পান্ডিয়াকে আক্রমণে আনেন রোহিত। আর তারপর এই ঘটে একটি বিপত্তি।

দীর্ঘক্ষণ ধরে সুযোগ খুঁজতে থাকা ডেভিড ওয়ার্নার সপ্তম ওভারের দ্বিতীয় বলেই একটি অসাধারণ স্ট্রেট ড্রাইভ খেলেন। হার্দিক পান্ডিয়ার আঙুল স্পর্শ করে সেটি বাউন্ডারিতে পৌঁছয়। এইজন্য কিছুটা অস্বস্তিত করে যান হার্দিক। ভারতীয় দলের ফিজিও মাঠে এসে বেশ কিছুক্ষণ ধরে তার আঙুলগুলি পরীক্ষা করেন এবং এর জন্য কিছুটা সময় নষ্ট হয়।

এরপর ওই ওভারে ১৩ রান বিলিয়েছিলেন হার্দিক। সেটা অত্যন্ত বড় সমস্যার বিষয় না হলেও দেখা যায় যে পরের ওভারেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। তার জায়গায় ফিল্ডিং করতে নেমেছেন সূর্যকুমার যাদব। কিছুক্ষণ বাইরে থাকার পর তিনি আবার বোলিং করতে ফেরেন। কিন্তু নিজের প্রথম ২ ওভারে ২১ রান বিলিয়েছেন তিনি। তার হাতে অস্বস্তি হচ্ছে এমন সন্দেহ থেকেই যায়। বোলিংয়ের দিক দিয়ে না হলেও পরে তিনি যদি ব্যাটিংয়ে অস্বস্তি বোধ করেন তাহলে সেটা ভারতীয় দলের জন্য একটা খারাপ খবর হবে। ভারতীয় সমর্থকরা আশা করবেন ম্যাচে তেমন কিছু হবে না।

তবে চেন্নাই এর পিছে ভরপুর স্পিন রয়েছে। অশ্বিন অষ্টম ওভারে প্রথমবার বোলিং করতে এসেই স্পিন আদায় করে নিয়েছেন উইকেট থেকে। অস্ট্রেলিয়া দলের হাতে কেবলমাত্র দুজন স্পিনার রয়েছেন। ভারতের ব্যাটিংয়ের সময়ও এই বিষয়টি অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর