বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের দাপুটে পারফরম্যান্সের পর মাঠে নেমে অস্বস্তিতে পড়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। দুই তারকা অজি পেসার মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড ভারতের টপ অর্ডারকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছিলেন তারা খাতা খোলার আগেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার স্কোরবোর্ডে কোনও যোগদান না রেখেই ড্রেসিংরুমে ফেরেন। এরপর বিরাট কোহলিকেও (Virat Kohli) ড্রেসিংরুমে ফেরানোর সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া।
কিন্তু প্যাট কামিন্সের হতাশার কারণ হয়ে দাঁড়ায় আমি মিচেল মার্শ। ব্যাট হাতে তিনি কোন অবদান রাখতে পারেননি অস্ট্রেলিয়ার স্কোরে। ফিল্ডিংয়ে বিশাল বড় অবদান রাখার সুযোগ তার সামনে এসেছিল নবম ওভার চলাকালীন। প্যাট কামিন্সের বল হুক করতে গিয়ে ক্যাচ তুলেছিলেন বিরাট। কিন্তু উইকেটরক্ষককে বাধা দিয়ে মার্শ দৌড়ে সেই ক্যাচ ধরতে আসেন এবং অপেক্ষাকৃত সহজ কাজটি হাতছাড়া করেন এবং বিরাট কোহলি জীবন পেয়ে যান। এরপরে অবশ্য নিজের পরিচিত ঢঙেই ব্যাটিং করেছেন তিনি। অফস্টাম্পের বাইরের বল তাড়া করেছেন, সিঙ্গলস-ডাবলস খুঁজেছেন, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছেন।
এরপর বিরাট কোহলি আর একটিও সুযোগ না দিয়ে দুর্দান্ত ব্যাটিং করে নিজের ৬৭ তম অর্ধশতরান সম্পূর্ণ করেন লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ১০০ রানের বেশি পার্টনারশিপ গড়েন। হাফ সেঞ্চুরি করেন লোকেশ রাহুলও। ভারতকে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দেন। আর নিজের ইনিংসে ২০ রান করা মাত্র তিনি আইসিসি প্রতিযোগিতায় সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দেন। সকলেই জানেন যে সচিন হলেন সীমিত ওভারের ফরম্যাটে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট গুলিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশ্বকাপে ৪৪টি এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৪ টি ম্যাচ খেলে সচিন টেন্ডুলকার মোট ২৭১৯ রান করেছেন। দুটি প্রতিযোগিতাই জয় করাও সম্ভব হয়েছে তার পক্ষে।
বিরাট কোহলি ইতিমধ্যে ওডিআই বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কীর্তি গড়েছেন। দুই ক্ষেত্রেই ভারতীয় দলে তার ভূমিকা ছিল অপরিসীম। আসন্ন ওডিআই বিশ্বকাপ জয় করতে পারলে বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটি ওডিআই বিশ্বকাপ জয়ের নজির গড়বেন।
বিশ্বকাপে বিরাট কোহলি সীমিত ওভারের ফরম্যাটে আয়োজিত আইসিসি টুর্নামেন্টগুলির সবচেয়ে বেশি রান সংগ্রহ করা ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন আজ। আজকের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওডিআই বিশ্বকাপ মিলিয়ে তার রানসংখ্যা ছিল ২৭০০। আজ ২০ রান করা মাত্র সচিনকে টপকে গিয়ে সীমিত ওভারের ফরমেটে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট গুলিতে ভারতের নীল জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহ করে গিয়েছেন।