বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) লড়াই করে জয় পেয়েছে। ভারতের দুই ওপেনার কাল দ্রুত আউট হওয়ার পরে নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। তারপর বিরাট কোহলি, লোকেশ রাহুলরা অসাধারণ ব্যাটিং করেছেন। তার আগে ভারতীয় স্পিনাররা পরিস্থিতির ফায়দা তুলে দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু তারপরেও চিন্তার জায়গা থেকে গেছে। আর ভারতের এই জয়ের দিনে সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)।
সকলেই জানেন যে সীমিত ওভারের ক্রিকেটে যুবরাজ সিং ভারতীয় দলের জন্য কত বড় ম্যাচ উইনার ছিলেন। ২০১১ বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তার অতিমানবিক পারফরম্যান্স ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই তিনি যখন ভারতীয় দল সম্পর্কে নিজের মতামত রাখেন তখন সকলে বাড়তি গুরুত্ব দিতে বাধ্য হন সেই মতামতের উপর।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন যুবরাজ। গতকাল ভারত দুই উইকেট হারানোর পর মাঠে এসেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু কাউন্টার অ্যাটাকের নামে দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসে ভারতের সমস্যা আরও বাড়িয়েছিলেন তিনি। তারপর লোকেশ রাহুল এবং বিরাট কোহলি হাল ধরেন।
যুবরাজ সিং এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন। তার মতে চার নম্বরে যিনি ব্যাটিং করতে নামছেন তার আরও বেশি দায়বদ্ধতা দেখানো প্রয়োজন। সহজে উইকেট ছুড়ে আসার জায়গা সেটা নয়। তার মতে লোকেশ রাহুলের উচিত ছিল ৪-এ ব্যাটিং করতে আসা। কারণ শ্রেয়সের চিন্তাভাবনা তার ঠিক লাগেনি।
আরও পড়ুন: বিকল্প ভাবতে হবে রোহিতকে! আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধেও নেই শুভমান গিল
লোকেশ রাহুল জানিয়েছেন যে তিনি অত তাড়াতাড়ি ব্যাটিং করতেন আমার জন্য প্রস্তুত ছিলেন। ৫০ ওভার উইকেটরক্ষণের পর তিনি বেশ খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন মানসিকভাবে। কিন্তু সেই সময় পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে অপ্রস্তুত অবস্থাতেই তাকে মাঠে আসতে হয়।