বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে শিক্ষক কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য। বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। একই সময়ে গ্রেফতার হন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তারপর এক বছর পেরিয়ে গেলেও এখনও জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তাদের।
গ্রেফতারির ঠিক পরেই পার্থকে দলের সমস্ত পদ থেকে মুছে ফেলে তৃণমূল। মন্ত্রী পদ তো গেছেই, এখন তার নামেও অনীহা শাসকদলের। ওদিকে বান্ধবীর সাথে নাম জড়ানোয় গিয়েছে মান-সম্মানও। তবুও স্বভাব পরিবর্তন হয়নি তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর। জেলে বসেই একের পর এক আবদার পার্থের।
খাট, প্রাইভেট শৌচালয়ের পর এবার শারীরিক অবস্থার কথা জানিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে ২৪ ঘন্টার জন্য একজন সহায়ক চেয়ে আবেদন জানিয়েছেন পার্থ। পার্থের দাবি জেলে ওঠাবসা হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে তার। তাই পূর্ণ সময়ের জন্য একজন সহায়ক চাই তার। এই নিয়ে চিঠি দেন পার্থ।
আরও পড়ুন: মিথিলেশের বদলে মুকেশ! এসেই অ্যাকশন, এবার নিয়োগ দুর্নীতি মামলায় ঘুম উড়লো অনেকের
আবেদনের পরই এসএসকেএম হাসপাতালকে বিষয়টি সম্পর্কে অবগত করে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তারপর প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তাকে দেখতে যান ৩ চিকিৎসক। সব পরীক্ষানিরীক্ষা করে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট দেন তারা। পাশাপাশি সমস্যা কমাতে পার্থবাবুকে ব্যায়াম করার পরামর্শ দেন ওই তিন চিকিৎসক।
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েই জেল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন থেকে মুখ ফিরিয়ে নেন। তবে জানা গিয়েছে ২৪ ঘন্টার জন্য না হলেও ব্যায়ামের সময় তার সাথে একজন সহায়ক দেওয়ার অনুমতি মিলেছে।