বাংলা হান্ট ডেস্কঃ ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! করমণ্ডলের ছায়া নর্থ-ইস্ট এক্সপ্রেসে (North-East Express)। বুধবার রাত সাড়ে ৯টার কিছু পরে বিহারের (Bihar) বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পরে ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঘটনায় চার-পাঁচজনের মৃত্যু হয়েছে। ওদিকে আহতের সংখ্যা ৭০ এর বেশি। দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাতেই দানাপুরের ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের শীর্ষ কর্তারা। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ সূত্রে জানা যায় ট্রেনটি বক্সার স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় ৪০ কিলোমিটার দূরে রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর পরপরই দুর্ঘটনাটি ঘটে।
লাইনচ্যুত হয়ে যায় ২১টি কামরা। ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু’টি ছিটকে গিয়ে পরে লাইনে। দুর্ঘটনার পর তড়িঘড়ি পৌঁছায় মেডিক্যাল টিম। জানা গিয়েছে এক্সপ্রেসটি নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল।
আরও পড়ুন: ফের রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! মন খারাপ করা খবর দিল আবহাওয়া দফতর
প্রাথমিকভাবে ১ জনের মৃত্যুর খবর সামনে এলেও এখন তা বেড়ে ৪-৫ জন জানা যাচ্ছে। ওদিকে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা কিছুজনের।
গভীর রাতে ট্রেনের বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে নিয়ে যায় বিশেষ ট্রেন। রাতে দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা।
ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনা তার কোনও কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে রেল। দুর্ঘটনার পর রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করেন। রাত দু’টো নাগাদ রেলমন্ত্রী টুইট বার্তায় জানান,”উদ্ধারকাজ শেষ। সমস্ত বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে শীঘ্রই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।”
রেলমন্ত্রী লেখেন, “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।” ৪ মাস আগেই ওড়িশায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। করমণ্ডলের সেই ঘা এখনও দগদগে। এরই মধ্যে ফের বড়সড় দুর্ঘটনা।