বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আপাতত পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচ নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত। রোহিত শর্মারা (Rohit Sharma) টুর্নামেন্টের শুরুটা করেছেন দুর্দান্তভাবে। অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে মনে রাখার মত জয় পেয়েছে তারা। কিন্তু পাকিস্তান ছাড়াও বাকি টুর্নামেন্টে একাধিক প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। তারই মধ্যে একটা ম্যাচ হল আগামী মাসে ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।
ইডেন গার্ডেন্সে অক্টোবর মাসে একটিও বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হচ্ছে না। কিন্তু নভেম্বরে মোট পাঁচটি বিশ্বকাপ ম্যাচ আয়োজন করবে এই বিশেষ ভেন্যুটি। তার মধ্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়াও রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। ফলে নভেম্বর মাসে ইডেন গার্ডেন্স যে টগবগ করে ফুটবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ভারতীয় দলের খেলা দেখতে গিয়ে হতাশ হতে হবে না তো ভক্তদের। কারণ এই মুহূর্তে ভারতের পাশাপাশি যে দুটি দলকে বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক মনে হচ্ছে সেই দুটি দল হল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার আগ্রাসী ক্রিকেট ভয় ধরিয়ে দিচ্ছে বিপক্ষের মনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা একাধিক বিশ্বকাপ রেকর্ড ভেঙে ঐতিহাসিক জয় পেয়েছিল। শতরান করেছিলেন দলের তিন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লখনৌয়ের কঠিন উইকেটে অত্যন্ত উন্নত মানের ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা এবং বিশেষ করে তাদের তারকা ওপেনার কুইন্টন ডি কক। বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতরান করলেন তিনি।
আরও পড়ুন: এই ক্রিকেটার দলে থাকলে হারানো যাবে না পাকিস্তানকে! বাধ্য হয়ে বিরাট সিদ্ধান্ত নেবেন রোহিত শর্মা
এখনও অবধি কোন আন্দাজ পাওয়া যায়নি যে ইডেন গার্ডেন্সে উইকেট কেমন হতে চলেছে। পিছে যদি পেস বোলারদের জন্য সাহায্য থাকে তাহলে রাবাডা, লুঙ্গির মতো বোলাররা যে কোনও ব্যাটিংকে বিপদে ফেলতে পারেন। আর যদি উইকেট ব্যাটিংবান্ধব হয় তাহলে ক্লাসেন, মার্করমরা ধ্বংস করে দিতে পারে বিশ্বের যে কোনও বোলিং আক্রমণকে। দক্ষিণ আফ্রিকার হাতে কেশব মহারাজ ও তাব্রাজ সামসির মতো অভিজ্ঞ স্পিনাররাও রয়েছে। ফলে যে কোনওভাবে ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত থাকবে প্রোটিয়া শিবির। ভক্তরা আশা করবেন একটি উপভোগ্য ম্যাচ দেখার।