এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল! ১০ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে আমাদের চারপাশে অনেকেই নিয়মিতভাবে বিভিন্ন ধাঁধার (Puzzle) সমাধান করতে ভালোবাসেন। মূলত, এটি মস্তিষ্কের অন্যতম একটি ব্যায়াম হিসেবেও পরিগণিত হয়। শুধু তাই নয়, এইসব কঠিন কঠিন ধাঁধার সঠিক সমাধানের পর পাওয়া যায় অদ্ভুত এক মানসিক তৃপ্তি। আর সেই কারণেই ঘন্টার পর ঘন্টা সময়ে শুধুমাত্র ধাঁধা সমাধানের মাধ্যমেই কাটিয়ে দেন অনেকেই। এদিকে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন কিছু ছবি সামনে আসছে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে।

মূলত, ওই ছবিগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ দৃষ্টিভ্রমের মাধ্যমে আমাদের বিভ্রান্ত করে দেয়। আসলে, ওই ছবিগুলির ক্ষেত্রে নির্দিষ্ট ধরণের কোনো প্রতীক বা বিষয়কে অনুসন্ধান করতে হয়। তবে, সেগুলি সমাধান করাও খুব একটা সহজ হয় না। যদিও, তীক্ষ্ণ মনের মানুষেরা অবলীলায় এই ধরণের ধাঁধার সমাধান করতে পারেন।

আরও পড়ুন: এই ছবিতে “52”-র ভিড়ে লুকিয়ে রয়েছে “82” সংখ্যাটি! ৮ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করলেই আপনি জিনিয়াস

সেই রেশ বজায় রেখেই এবার ওইরকমই আরও একটি ছবি সম্প্রতি ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। যেটিতে একটি বিড়ালকে খুঁজে পেতেই কালঘাম ছুটেছে নেটিজেনদের। এমতাবস্থায়, ওই ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের সামনে।

আরও পড়ুন: পুজোর আগেই চমক! শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, করলেন এই ঘোষণা

এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল: সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিতে একটি মহিলাকে পিঠে ব্যাগ নিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে আর কোনো জনমানব চোখে পড়ছে না। পাশাপাশি, রয়েছে কিছু গাছ। তবে, এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল। সেটিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও ওই বিড়ালটি খুঁজে দেখার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে সেটিকে। তবে, বারংবার খুঁজেও আপনি যদি বিড়ালটির সন্ধান না পান, সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা উত্তরটি জানিয়ে দিচ্ছি।

You are a genius if you find the hidden cat in this picture

এইখানে রয়েছে ওই বিড়ালটি: ছবিটি যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে ছবিতে থাকা বিড়ালটিকে সহজেই খুঁজে পেতে সক্ষম হবেন। তবে, সেজন্য খুঁটিয়ে লক্ষ্য করতে হবে ছবিটিকে। তাহলেই দেখা যাবে যে, ছবিটির একদম ডানদিকে গাছের পাতার ভিড়ে নিজেকে লুকিয়ে রেখেছে বিড়ালটি। এমতাবস্থায়, আমরা সেটির অবস্থানটিকে ভালোভাবে বোঝানোর জন্য একটি লাল বৃত্তের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই আপনি যদি বিড়ালটিকে নির্ধারিত সময়ের মধ্যেই খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর