- বাংলা হান্ট ডেস্ক: পুজোর অষ্টমীর দিন পূর্ণদিবস এবং দশমীর দিন বিকেলের পর থেকে বন্ধ থাকত রাজ্যের মদের (Liquor Shop) দোকানগুলি। কিন্তু ২০১৬ সালের পর থেকে এই নিয়ম বদলে গিয়েছে। পুজোয় আর ‘ড্রাই ডে’ (Dry Day) বলে কিছুই নেই। তবে এবার সেই নিয়মে একটি বদল আনতে চলেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মদ ব্যবসায়ীরা পুজোর মধ্যে যে অষ্টমী (Ashtami) এবং দশমীর (Dashami) দিন চাইলে দোকান বন্ধ রাখতে পারেন, তবে তার জন্য আবগারি দপ্তরের অনুমতি নিতে হবে।
নতুন নির্দেশিকায় বলা হচ্ছে, কবে দোকান বন্ধ রাখতে চাইছেন সে কথা জানিয়ে আবেদন করতে হবে সরকারি দপ্তরে। একই দিনে এলাকায় যাতে সবকটি মদের দোকান বন্ধ না থাকে সেই দিকে নজর রাখতে হবে। যার ফলে এবার মনে করা হচ্ছে, এবার পুজোয় সুরাপ্রেমীরা সব দিন দোকান খোলা নাও পেতে পারেন।
তবে এর আগে অষ্টমীর দিন পূর্ণদিবস এবং দশমীতে অর্ধদিবস মদের দোকান বন্ধ থাকায় ওই দুই দিন ড্রাই ডে থাকত। ফলে আগে থেকে সুরাপ্রেমীদের মদ কিনে রাখতে হত। তবে এখন আর সেই সবের কোনও বালাই নেই। পুজোর সব দিনই মদের দোকান খোলা (Off Shop)। তবে কর্মীদের বিষয়টি মাথায় রেখে অষ্টমী এবং দশমীর দিন মালিকরা চাইলে অনুমতি নিয়ে দোকান বন্ধ রাখতে পারেন।
এতদিন ধরে সুরা ব্যবসায়ীদের একাংশের দাবি ছিল, প্রতিদিন দোকান খোলা রাখলে ছুটি পান না কর্মীরা। তাই এবার আবগারি দপ্তরের তরফে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জেলাগুলিতে পাঠানো হয়েছে। তবে কর্মীরা বলছেন, এর ফলে আদৌ তারা ছুটি পাবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। একটি মদের (Liquor) দোকানের কর্মচারী বলেন, ‘আমরা চাইলে বা সরকার অনুমতি দিলেই কি আর ছুটি পাওয়া যায়? দোকানের মালিকেরা বন্ধ রাখতে চাইবেন কিনা সেটা তো আসল প্রশ্ন।’
উল্লেখ্য, বর্তমানে বছরে পাঁচ দিন মদের দোকান বন্ধ থাকে। যেগুলি হল: সাধারণতন্ত্র দিবস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, মহরম এবং গান্ধী জয়ন্তী।