শুভেন্দুর দলে ভোট দেবেন দেবাংশু! তৃণমূল নেতার পোস্ট ঘিরে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা দলের তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattarcharya)! শাসকদলের এই যুবনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাকটিভ। সিপিএম, কংগ্রেস বা বিজেপি সমাজমাধ্যমে বিপক্ষকে বিঁধতে এক্কেবারে ওস্তাদ ভট্টাচার্যবাবু। আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এক বহু পুরোনো পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করে লিখলেন “ঠিক, এই চিহ্নেই দেব।” কী ভাবছেন? বিজেপিতে ভোট দেবেন দেবাংশু? তা কিন্তু একেবারেই নয়।

২০২০ সালের ডিসেম্বর মাসে সকলকে চমকে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু’দশকের সম্পর্ক ছিন্ন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। তিন দপ্তরের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পদ্মে যোগদান করেছিলেন শুভেন্দু। যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজ্য-রাজনীতিতে।

দল ছাড়ার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী তৃণমূলের অন্যতম প্রধান সৈনিক ছিলেন। মমতা পর তার অনুগামীর সংখ্যা কম ছিল না। তবে বর্তমানে তিনি বিরোধী দলনেতা। সব জায়গা থেকে নিজের রাজনৈতিক পরিচয় পাল্টেছেন ঠিকই তবে নিজের ফেসবুক থেকে তৃণমূলের সময়ে করা কিছু পোস্ট এখনও তার অ্যাকাউন্টে রয়ে গিয়েছে। আর শুভেন্দুর করা সেইরকমই এক পোস্ট (Facebook Post) নিয়ে এদিন বিরোধী দলনেতাকেই পাল্টা বিঁধলেন দেবাংশু।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা নিয়ে বিরাট ঘোষণা মমতার! পুজোর পরই খুলবে কপাল

suvendu post

উপরিক্ত এই পোস্টটি ২০১৯ সালের ২১ নভেম্বরের। শুভেন্দু তখন তৃণমূলে। সমাজমাধ্যমে এই পোস্ট করে শুভেন্দু লিখেছিলেন, “আসন্ন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ এর সমর্থনে বাজিতপুর মোড় নির্বাচনী সভায়।” তার সাথে ভাগ করে নিয়েছিলেন সেই সভার কিছু ছবি।

debangshu post

সেই ছবি সমূহ থেকে একটি ছবি শেয়ার করে এদিন দেবাংশু ভট্টাচার্য নিজের ফেসবুকে লিখেছেন, “ঠিক, এই চিহ্নেই দেব।” আর দেবাংশুর সেই পোস্ট নিয়েই তুঙ্গে তরজা। কারণ দেবাংশুর শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে বর্তমানে বিজেপি বিধায়ক তৃণমূলের প্রতিক ধরে রয়েছেন। আর তাতে লেখা, “এই চিহ্নে ভোট দিন”। কোনও কারণে হয়তো শুভেন্দু নিজের ফেসবুক থেকে ওই পোস্ট সরাতে ভুলে গিয়েছেন। আর সেই নিয়েই এবার পাল্টা বিরোধী দলনেতাকে খোঁচা দেবাংশুর।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর