বাংলাহান্ট ডেস্ক : দমদমের ছোট্ট এক মুদিখানা ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে বড়জোর কয়েক হাজার টাকা ছিল। কিন্তু আচমকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় ৪ লক্ষ টাকা। এরপর থেকে বারবার তার ফোনে মেসেজ আসে এবং তাকে জানানো হয় যে একাধিকবার টাকা জমা পড়ছে তার ব্যাংক অ্যাকাউন্টে। এই কান্ড দেখে বেশ খানিকটা ভয় পেয়ে যান বুবাই।
বুবাইয়ের ছোট্ট একটা মুদিখানা দোকান রয়েছে দমদম স্টেশনের পাশে এমসি গার্ডেনে। গত শনিবার রাতে যখন তিনি দোকানের কাজে ব্যস্ত তখন তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকে লক্ষ লক্ষ টাকা। এরপর বুবাই খানিকটা আশঙ্কিত হয়ে ঘটনা জানান কয়েকজনকে। বুবাইয়ের এই ঘটনা জানার পর নানা মুনি নানা মত দিতে থাকেন।
আরোও পড়ুন : পুজোয় ভিড় সামলাতে নয়া উদ্যোগ রেলের! এই রুটে চলবে স্পেশাল ট্রেন, কখন ধরতে পারবেন ? দেখুন
কেউ বলেন এমন ঘটনা তার এক চেনা ব্যক্তির সাথেও হয়েছে, সেই ব্যক্তি সব টাকা তুলে বন্ধ করে দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট। আবার অনেকেই বলেন যে বুবাই এমন একজন ব্যবসায়ী যিনি কারোর থেকে এক টাকাও বেশি নেন না। তার উচিত এই টাকা ফেরত দিয়ে দেওয়া। আবার অনেকে বলেন হয়তো ভুল করে এই এসএমএস চলে এসেছে বুবাইয়ের ফোনে। কারোর কথায় আশ্বস্ত হতে না পেরে অবশেষে বুবাই ছুটে যান এটিএমে।
আরোও পড়ুন : ধেয়ে আসছে পৃথিবী দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়! তান্ডব চালাবে ঘণ্টায় ৩০০ কিমি বেগে, জারি সতর্কতা
সেখানে ব্যালেন্স চেক করে তিনি দেখেন তার অ্যাকাউন্টে সত্যিই ১২লক্ষ টাকা অতিরিক্ত রয়েছে। ৪০ বছর বয়সি মুদিখানা ব্যবসায়ী বুবাইয়ের ভাল নাম সুখেন ঘোষ। বারাসাতের নতুন পুকুরে তার বাড়ি। তার অ্যাকাউন্ট রয়েছে নাগেরবাজার শাখার একটি ব্যাংকে। সঙ্গে সঙ্গে বুবাই ছুটে যান তার ব্যাংকে। সেখানে গিয়ে তিনি মৌখিকভাবে ও লিখিতভাবে গোটা ঘটনা জানান।
তারপরেও সুরাহা না হওয়ায় তিনি পরের দিন হাজির হন বারাসাত থানায়। সেখানে গিয়েও এই ঘটনা জানান তিনি। কিন্তু এরকম অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তো আর অভিযোগ জানানো যায় না। এরপর দুদিন কেটে গেলে সোমবার দেখা যায় বুবাইয়ের অ্যাকাউন্টে আর লক্ষ লক্ষ টাকার ব্যালেন্স শো করছে না। নিজের অ্যাকাউন্ট ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বুবাই।
ওই বেসরকারি ব্যাংকের এক কর্মী জানিয়েছেন, কর্মীদের ভুল বা টেকনিক্যাল সমস্যার জন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে। কৃষি ঋণ, শস্য বিমার সরকারি টাকাও অনেক সময় অন্যের অ্যাকাউন্টেও ঢুকে যায়। তবে সেই টাকার পরিমাণ লাখ লাখ নয়। আবার যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তিনি যদি টাকা তুলে নেন সেই টাকা ফেরত পেতে অনেক সমস্যা হয়।