আজ থেকেই একেবারে পাল্টে যাবে দিঘার রূপ! হঠাৎ কী হল সৈকত নগরীর ?

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজো উপলক্ষে বহু মানুষই ভিড় জমান নানান পর্যটককেন্দ্রে। তার মধ্যেই অন্যতম হল দিঘা‌। দুর্গাপুজোর ছুটিতে আট থেকে আশি সকলেরই ঘুরতে যাওয়ার তালিকায় থাকে দিঘার নাম।

পর্যটকদের ভিড় শুরু হওয়ার আগেই সৈকত শহরের পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে দিঘা প্রশাসন। বলা বাহুল্য, পুজোর আগেই আপাদমস্তক পালটে যাবে দিঘার খোলনোলচে। মূলত সমুদ্র সৈকতের সৈন্দর্য রক্ষার জন্যই নানা পদক্ষেপ করা হচ্ছে। আজ থেকেই শুরু হয়ে গেল সেই কাজ। এখন প্রশ্ন হল, কী কী পরিবর্তন আসতে চলেছে স্বপ্নসুন্দরী দিঘায়?

আরোও পড়ুন : ১ বা ২ নয়, হঠাৎ ১২ লাখ জমা মুদির ব্যাঙ্কে! ফেরত দিতে গিয়ে কালঘাম ছুটল দমদমের ব্যবসায়ীর

দিঘা-শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ১৩ অক্টোবর অর্থাৎ আজ থেকে ওল্ড ও নিউ দিঘার সৈকতে কেউ যেন অস্থায়ী দোকান নিয়ে না বসে। এই প্রসঙ্গে বুধবার থেকেই অস্থায়ী ব্যবসায়ীদের সতর্ক করতে মাইকিং শুরু হয়ে গিয়েছিল। সৈকতের সৌন্দর্য রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আরোও পড়ুন : পুজোয় ভিড় সামলাতে নয়া উদ্যোগ রেলের! এই রুটে চলবে স্পেশাল ট্রেন, কখন ধরতে পারবেন ? দেখুন

সূত্রের খবর, বিকেল হতেই সৈকতে ও পাশের রাস্তায় অস্থায়ী ছাউনি খুলে বসে পড়েন শতাধিক ব্যবসায়ী। বলা ভালো, অস্থায়ী ছাউনি ভরে গিয়েছে দিঘা সৈকতে। খাবার থেকে শুরু করে গয়না, কী নেই সেখানে! সেই সব দোকানে ভিড় জমান পর্যটকেরা। আবার চলতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই।

digha fish auction centre

সেই কারণে, সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ না মানলে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে।একদিকে যেমন সৌন্দর্যায়ন অন্যদিকে পুজোর মরশুমে সমুদ্র সৈকতে বসায় নিষাধাজ্ঞা জারি হওয়ায় রুজিরুটিতে টান পড়তে পারে ছোট ব্যবসায়ীদের। পুজোর মুখে বাড়তি রোজগারের আশায় অস্থায়ী স্টল দেন অনেকেই। কিন্তু প্রশাসনের এই নির্দেশে চরম সমস্যায় তাঁরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর