২১০০ টাকার ব্যবসা থেকে আজ কয়েক কোটি! অবাক করবে স্কুলে না যাওয়া মোহনলালের কাহিনী

বাংলাহান্ট ডেস্ক : জীবনে প্রত্যেকেই সাফল্যের চূড়ায় উঠতে চান। কিন্তু পরিশ্রম ও অধ্যাবসা ছাড়া সফলতা আসে না। নিয়মিত পরিশ্রম-অধ্যাবসা এক ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত সাফল্যের দেশে নিয়ে যেতে পারে। রাজস্থানের চুরুর ব্যবসায়ী মোহনলাল কুডাল এই কথাগুলির শ্রেষ্ঠ উদাহরণ। মোহনলালের অদম্য ইচ্ছা শক্তির জেরে তার ছোট ব্যবসা আজ ফুলেফেঁপে উঠেছে।

মোহনলাল ব্যবসা শুরু করেন মাত্র ২১০০ টাকা দিয়ে। বর্তমানে সেই ব্যবসার পরিমাণ ছুঁয়েছে কোটি টাকার গণ্ডি। মোহনলালের এই সফলতা আজ অনেকের কাছে আদর্শ। কখনো স্কুলে পা রাখেননি চুরুর কাছে ডাবলা গ্রামের বাসিন্দা মোহনলাল। প্রথাগত শিক্ষা না থাকা মোহনলাল আজ তৈরি করে ফেলেছেন একটি ব্র্যান্ড। নিজে থেকেই মোহনলাল শিখেছিলেন মেশিন মেরামতির কাজ।

আরোও পড়ুন : মেয়েদের জন্য দুর্দান্ত খবর! রেশন কার্ড থাকলেই পাবেন এক লক্ষ টাকা, বড়সড় উদ্যোগ রাজ্যর

এরপর তিনি এই কাজে এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে নিজেই একটি সংস্থার প্রতিষ্ঠা করেন। নতুন সেলাই মেশিন প্রস্তুত করে মোহনলালের সংস্থা। চুরু শহরের অলোক সিনেমার কাছে কুডাল সেলাই মেশিন সেন্টার আজ একটি সুপরিচিত নাম। মোহনলাল জানিয়েছেন, যে সময় তিনি দোকান খোলেন সেই সময় ব্রিটিশ আমলের বিদেশি সেলাই মেশিন সিঙ্গার, পাফ, অ্যাডলার মেশিন সারাতে গ্রাহকরা আসতেন।

money count

কিন্তু সেই সব মেশিনের যন্ত্রাংশ পাওয়া যেত না। এরপর তিনি একটি টার্নিং মেশিন কেনেন ১৯৮০ সালে। তারপর সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করে তৈরি করেন সেলাই মেশিন। তার মেশিন নির্মাণ ব্যবসার পথ চলা শুরু ২০০০ সাল থেকে। ২৩ বছর পর মোহনলাল তার ব্যবসা থেকে কোটি টাকা উপার্জন করেন। এছাড়াও কর্মসংস্থান হয়েছে বেশ কিছু যুবকের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর