বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় খবর সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিপুল শূন্যপদের ভিত্তিতে এবার পুলিশ নিয়োগের (Police Recruitment) জন্য জারি হল বিজ্ঞপ্তি। মূলত, অসম পুলিশের তরফে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, বিভিন্ন পদে সাড়ে পাঁচ হাজারেরও বেশি জনকে নিয়োগ করা হবে।
কোন কোন পদে করা হবে নিয়োগ: মূলত, অসম পুলিশের তরফে সাব ইনস্পেক্টর সহ কনস্টেবল, অ্যাসিট্যান্ট ডেপুটি কন্ট্রোলার, ওয়ারলেস অপারেটর, হাবিলদার, নার্স ও ল্যাবরেটরি টেকনিশিয়ানের মতো পদে নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে আরও বিস্তারিত তথ্য এবং বয়সসীমার বিষয়টি জারি করা বিজ্ঞপ্তিতে জানতে পারবেন আবেদেনে ইচ্ছুক প্রার্থীরা।
আরও পড়ুন: দিঘার চেয়েও দ্রুত পৌঁছনো যাবে পুরী? বড় পদক্ষেপ সরকারের, জানলে আনন্দে লাফাবেন আপনিও
গুরুত্বপূর্ণ বিষয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শারীরিক মাপের বিষয়েও জানানো হয়েছে। মূলত, পুরুষ আবেদনকারীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫৬ সেমি। এছাড়াও, বুকের মাপ হতে হবে ৮০ থেকে ৮৫ সেমি। এদিকে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৪.৯৪ সেমি হতে হবে।
আরও পড়ুন: এই ৮ টি সাফল্যের মন্ত্র মেনে চলেন রতন টাটা! যেগুলি বদলে দিতে পারে আপনার জীবনও
নিয়োগ পদ্ধতি: মূলত লিখিত পরীক্ষা সহ শারীরিক পরীক্ষা ও কম্পিউটার প্রফিসিয়েন্সি পরীক্ষা পাশ করার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
কিভাবে করবেন আবেদন: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অসম পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৫ অক্টোবর, ২০২৩ থেকে। যা চলবে আগামী ১ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।