বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে যাওয়ার একটা আশা তৈরি করেছিল তারা। কিন্তু ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হেরে তাদের মনোবল অনেকটাই ধাক্কা খেয়েছিল দ্বিতীয় ম্যাচে। আর তৃতীয় ম্যাচেও হারের মুখ দেখলেন সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) এবং বীরেন্দ্র সেওবাগের (Virender Sehwag) রেকর্ড ভাঙল তাদের দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) এবং সাকিব আল হাসানের (Shakib Al Hasan) জুটি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল টাইগার্সরা। গত ম্যাচে তাদের ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার ওপেন লিটন দাস বোল্টের প্রথম বলেই ড্রেসিংরুমে ফেরেন। প্রভাব ফেলতে পারেননি নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, তানজিদ তামিমরা।
এরপর বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সাকিব এবং মুশফিকুর। বাংলাদেশের হয়ে বহু যুদ্ধের যোদ্ধা ২ তারকা, নিজেদের মধ্যে ৯৬ রানের একটি পার্টনারশিপ গড়েন। মূলত তাদের ওই পার্টনারশিপ এবং পরে মাহমুদুল্লাহর ৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের সামনে ২৪৬ রানের টার্গেট রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু উইলিয়ামসন (৭৮) এবং ড্যারেল মিচেলের (৮৯) ব্যাটে ভর করে নিউজিল্যান্ড অতি সহজেই ৪৩ ওভারের মধ্যে সেই টার্গেট তাড়া করে ৮ উইকেটে জয় পেয়েছে।
আরও পড়ুন: শুভমান গিলকে নিয়ে বিস্ফোরক খবর শোনালেন রোহিত! শুনে ভুল বকছেন পাকিস্তান নেতা বাবর আজমও
আজ যখন নিজেদের মধ্যে সাকিব এবং মুশফিকুর ৯৬ রানের পার্টনারশিপটি গড়েন তখন তারা টপকে যান বীরেন্দ্র সেওবাগ ও সচিন টেন্ডুলকারকে। বিশ্বকাপের ইতিহাসে জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের দিক দিয়ে এখন তারা দ্বিতীয় সর্বোচ্চ।
আরও পড়ুন: বার বার বঞ্চনা করছে BCCI ও রোহিত! বিশ্বকাপ শেষ হলেই অবসর নেবেন এই তারকা
ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক জুটি:
◆ গিলক্রিস্ট-হেডেন: ১২২০ (২০ ইনিংস)
◆ মুশফিক-সাকিব: ৯৭২* (১৯ ইনিংসে)
◆ সেওবাগ-টেন্ডুলকার: ৯৭১ (২০ ইনিংসে)