রোহিতরা জিততেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বন্দেমাতরমের সুর! মায়াবী পরিবেশ তৈরি করে ১ লক্ষ দর্শক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান প্রথম ইনিংসে আজ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে কিছুটা লড়াই করে পাকিস্তানকে ১৯১ রানের স্কোর অবধি পৌঁছতে সাহায্য করেছিলেন। বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের মধ্যে শার্দূল ঠাকুর বাদে প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংকে ধ্বংস করে দেয়। যশপ্রীত বুমরাদের (Jasprit Bumrah) দাপট দেখে ভারতীয় ভক্তদের (Indian Fans) মনে আশঙ্কা জেগে ওঠে এই নিয়ে যে হয়তো আহমেদাবাদের এই পিচে ব্যাটিং করা সত্যিই খুব কঠিন হবে। কিন্তু প্রথমে ভারত অধিনায়ক ও পরে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দেখে তেমনটা মনে হয়নি।

কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর রোহিত শর্মা ভারতীয়দের সেই সব যাবতীয় আশঙ্কাকে ছুড়ে ফেলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে। প্রথম বল থেকে পাকিস্তানের বোলারদের ওপর আগ্রাসীভাবে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পরে দুই দেশের ক্রিকেট ভক্তরাই বুঝে যায় যে পাকিস্তানের পক্ষে এই ম্যাচে আর প্রত্যাবর্তন করা কোনওভাবেই সম্ভব নয়। এর আগে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই শুধুমাত্র রান তাড়া করে বিশ্বকাপের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। বাকি প্রত্যেকবার প্রথমে ব্যাটিং করে রান ডিফেন্ট করেছিল ‘মেন ইন ব্লুজ’। কিন্তু রোহিতের অধিনায়কত্বে দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচে এইভাবে জয় পেল ভারত।

এদিন ম্যাচ শেষ হওয়ার পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত এক লক্ষ দর্শক একসঙ্গে ‘বন্দেমাতরম’ গানের সুরে গলা মেলান। ম্যাচ জয়ের পর মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল স্টেডিয়ামে। বলেই বাহুল্য যে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এত সহজে জয় হওয়ার পর দর্শকদের এই উদ্যোগ রোহিত শর্মা, বিরাট কোহলিদের মধ্যে বিশ্বকাপ জয়ের জন্য বাড়তি তাগিদের সঞ্চার করবে।

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের আগে অবধি শেষ পাঁচটি ইনিংসের চারটিতেই তিনি শতরান বা অর্ধশতরান করেছিলেন। আজ মাত্র ৩৬ বল খেলে তিনি ৫০ রানের গণ্ডি পেরিয়ে যান। গিল ও বিরাট কোহলিকে সস্তায় ফেরালেও পাকিস্তানকে তিনি আর ম্যাচে ফেরার কোনওরকম সুযোগ দেননি। শাহীন আফ্রিদি পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিলেও তাতে কোন লাভ হয়নি।

আরও পড়ুন: বাবরের ব্যাটিংয়ের সময় মোদী স্টেডিয়ামে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি! তারপর ৩০ রানের মধ্যে শেষ পাকিস্তান

এদিন একটা বড় রেকর্ড নিজের নামের পাশে করে নেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই ফরম্যাটে ৩০০টি ছক্কা মারার রেকর্ড গড়েন। আজ বিশেষ করে হ্যারিস রাউফকে তিনি ধ্বংস করে দেন নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে। পাকিস্তানের এই গতি দানবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তিনি আজ। তিনি আউট হওয়ার পর রানের গতি কিছুটা পড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত শ্রেয়স আইয়ার অপরাজিত ৫৩ এবং লোকেশ রাহুল অপরাজিত ১৯ রান করে ম্যাচ শেষ করে দেন ২০ ওভার বাকি থাকতেই। কৃপণ বোলিং করার পাশাপাশি দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হন যশপ্রীত বুমরা (৭-১-১৯-২)। আপাতত ৮ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সবচেয়ে এগিয়ে ভারতীয় পেসার। এই নিয়ে বিশ্বকাপে টানা ৮ সাক্ষাতে ৮ ম্যাচেই পাকিস্তানকে হারালো ভারত। পরের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে টানা তিনটি ম্যাচ জিতে অনেক নিশ্চিন্ত ভারত।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর